রাজনীতি
ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না: মেয়র তাপস
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৫ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর বনশ্রীতে ২নং ওয়ার্ডের উন্নয়ন উৎসবে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন বলেও দাবি করেন মেয়র তাপস।
পাঠকের মতামত
নিউজের চাইতে মন্তব্য গুলো বেশী অর্থপূর্ন। জনগন যে কিছু বলার সাহস ফিরে পাচ্ছে তা পরিষ্কার। আমার ভাই এত সাহস নাই, তাই কোন মন্তব্য করলাম না।
ফখরুল সাহেব ঢাকায় ঠিকই ঢুকে। বাট তাপস তার স্বপ্নের দেশে ঢুকতে পারেনা। নিষেধাজ্ঞা খেয়ে বুঁদ হয়ে আছে।
তাপস সাহেব গনতান্ত্রিক ভাবে আসে নাই, তাই যা ইচ্ছা তাই বলে, মশার সাথে যুদ্ধ করতে পারেন নি. ফখরুল সাহেবকে ঢাকা আসতে দেবেনা.
এই ভোট চোর কমেন্টগুলো পড়ে না?
অপদার্থ গুলো চেয়ারে বসে আছে, এমন অপদার্থ -দেশের প্রশাসনের চেয়ার দখল করে নিয়েছে বিনা ভোটের সরকারের হস্তক্ষেপে। বি,এন,পি অথবা জামায়াত ক্ষমতা পেলে দেশ ঠিক হবে তাও বলা যাবেনা।আওয়ামী লীগ তো নয়ই। দরকার যোগ্য লোকের ক্ষমতায় যাওয়া।দেশের জনগণকে আরও সচেতন হওয়া।
ভাবলাম কিছু বলবো পরে মন্তব্য পড়ে দেখি আমার কথাগুলো অনেক আগেই বলা হয়ে গেছে, তাই বললাম না,,
সরকার বিরোধী আন্দোলনে বিএনপির জায়গায় আওয়ামী লীগ হলে এই রকম পরিস্থিতিতে ছাত্রলীগ অনেককেই দিগম্বর থেরাপী প্রয়োগ করে লাইনে নিয়ে আসতো। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো নির্লজ্জভাবে সরকারের পক্ষে নিপীড়নে সহায়তা করছে।
এই মেয়র তো মানসিক প্রতিবন্ধী! একে প্রয়োজনীয় চিকিৎসার পর পুনরায় স্বপদে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করছি। যাই হোক উনি বঙ্গবন্ধুর অতি নিকটতম আত্নীয়।
মসা আটকাতে পারে না, সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকাবে
বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ে গিয়েছেন, আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না বয়ানে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সবাই মন্তব্য করছে এটি কি তোমার বাবার সম্পত্তি? কথায় আছে অহংকার পতনের মূল। এটি অহংকারের চরম বহিঃপ্রকাশ।
এই লোকটা নাকি ব্যারিস্টার ! নৈতিক শিক্ষা, কমন সেন্স এবং ভদ্রতার ছিটাফোঁটা এর মধ্যে নেই । একটা অহংকারবোধ তার মধ্যে সব সময় কাজ করে । সমালোচনা কিভাবে করতে হয় সে শিক্ষার ঘাটতি আছে।
Mr.mayor how the way you talk ,the dhaka city is as like as your parental property ,what shame....
আমি জানতাম ওনি উকিল মানুষ বুঝে শুনে কথা বলেন , এখন দেখছি ওনার ব্রেক নষ্ট ৷ ওনাকে মেয়র বানানো উলু বনে মুক্তা ছড়ানো একই । মেয়র টাপস আমার বিরুদ্ধে মামলা করে লাভ নাই কারন আমার উকিল নিয়োগের পয়সা ডেঙ্গু রোগের ঔষধ কিনতে কিনতে শেষ ৷
বাংলাদেশের অঘটনঘটনপটিয়সি ।
ঢাকা শহর কারো বাপ দাদা সম্পত্তি নয়,ঢাকার সিটি করপোরেশন বিনা ভোটে চেয়ার অবৈধ ভাবে দখল করে মুখে এমন কথা বলতে আপনার লজ্জা হওয়া উচিত। আর একজন রাজনৈতিক ব্যক্তির আচার-আচরণ এমন হওয়ার কথা না, বাট আপনার কথা-বার্তা টোকাই চেয়ে খারাপ মনে হচ্ছে! বিনা ভোটে জনপ্রতিনিধিদের থেকে ব্যক্তি কিংবা দেশের জনগণের এর চাইতে ভালো কিছু আশা করে না!!!
মন্তব্য করতে ঘেন্না হয়। ঢাকা তাপস সাহেবের জমিদারী!!
টোকাইয়ের মতো কথাবার্তা
Shame on the nation
ফ্যাসীবাদ কতটা গভীর হলে একজন দায়িত্ব শীল ব্যক্তি এমন চরমপন্থি হুমকি দিতে পারেন, অন্য কোন দেশ হলে জনাব তাপসের নামে ফৌজদারি মামলা করা যেত।
তাপস সাহেব নগর পিতা আমি মন্তব্য করবনা, যদি আমাকেও ...
2014 ও 2018 ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে মনে হয় যেন ঢাকা শহর কিনে নিয়েছেন ?
পাগল ছাগলে কি বলে না বলে এটা দেখবার টাইম নাই কারণ কমতায় থাকলে আবল থাবল বহু কিছু বলা যায়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমার এক আত্নীয় প্রাণ হারিয়েছেন। আমরা সপরিবারে আক্রান্ত। মননীয় মেয়র, আপনি এদিকে একটু নজর দিন।
The state and the constitution did not give you that kind of power. Even your auntie does not have that kind of power. In fact, you have broken the laws by making such statements.
Who are you ? Are you selected or elected mayor? RUBBISH
মেয়র সাহেব, এসব বাদ দিয়ে দয়া করে নিজের কাজটাই ঠিকমতো করুন। ডেঙ্গু নিয়ে আমরা আতঙ্কে আছি। মশা মারুন, নগরবাসীর জীবন বাঁচান, নাগরিকদের নুন্যতম সেবা করুন, জনগনের মন জয় করুন , জনগন আপনাদের এমনিতেই ভোট দিবে, তাহলেই ফখরুল সাহেবদের অস্তিতব থাকবে না ! রাতেও আর ভোটের বাক্স ভরাতে হবে না
পতনের আলামত
জি, জনগণকে কষ্ট করে ভোট দিতে দেন।
তাপস সাহেবের বক্তব্য হাস্যকর।আপনার যেটা কাজ মনোযোগ সহকারে সেটা করেন।ঢাকা মহানগরের মশা তাড়ান, আমরা ঢাকাবাসী উপকৃত হবো।
একেকজন ভিন্ন ধরনের রাজনীতি করতে পারে তাই বলে একজন রাজধানীর মেয়র একজন বরশিয়ান রাজনৈতিক বিদকে হুমকি দিতে পারেনা উনি বড় রাজনৈতিক দলের মহাসচিব মনে রাখবেন দেশটা কিন্তুু সবার
এই সমস্ত কথা বড় ধরনের নেতাদের কাছ থেকে মানায় না। এ ধরনের কথা বলে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবেন না। দেশে জিনিপত্রের অনেক দাম বেড়ে গেছে। সে গুলো নিয়ে চিন্তা করেন।
লে হালুয়া !
binodon
দায়িত্বশীল ব্যক্তি বর্গের দায়িত্বহীন কথা বার্তা মূর্খতার বহিঃপ্রকাশ!
মেয়র সাহেব, এসব বাদ দিয়ে দয়া করে নিজের কাজটাই ঠিকমতো করুন। ডেঙ্গু নিয়ে আমরা আতঙ্কে আছি। মশা মারুন, নগরবাসীর জীবন বাঁচান, নাগরিকদের নুন্যতম সেবা করুন, জনগনের মন জয় করুন , জনগন আপনাদের এমনিতেই ভোট দিবে, তাহলেই ফখরুল সাহেবদের অস্তিতব থাকবে না ! রাতেও আর ভোটের বাক্স ভরাতে হবে না !
কি আর কইতাম.! কমেন্ট পড়তে আইছিলাম
যদি সত্যি বাপের বেটা হয়ে থাকেন ফখরুল সাহেব কে ঢাকায় ঢুকা আটকে দেখাবেন।আর যদি ঢুকে যায় তা হলে বুঝবো এসব ফাফড় ছাড়া কিছু নয়। সবাই জানবে মিথ্যাবাদি আপনি।
একজন স্বনামধন্য ব্যারিস্টারের মুখে অন্তত এরকম কথা মানায় না।
মেয়র সাহেব, এসব বাদ দিয়ে দয়া করে নিজের কাজটাই ঠিকমতো করুন। ডেঙ্গু নিয়ে আমরা আতঙ্কে আছি।
ওএমজি, তাপস সাহেব যে ঢাকা সিটি কিনে নিয়েছেন সেটা আমি জানতামই না!!
এই সব কথা কি সংবিধান লঙ্ঘনের মধ্যে পড়ে না যানতে চাই
ঢাকা কি কারো বাপের কেনা জমি?
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]