রকমারি
স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

স্যান্ডউইচ। পাউরুটির মধ্যে ডিম, মাংস, শসা, টমেটো, সস আরও নানান রকম উপকরণ দিয়ে তৈরি করা হয়। কেউ বা রেস্টুরেন্টে খান। কেউ আবার বাসায় নিজেই তৈরি করেন। এতো গেল যে স্যান্ডউইচ আমরা খাই তার বিবরণ। কিন্তু এই স্যান্ডউইচের নামে যদি আবার অন্যকিছু মেলে তাহলে কেমন দেখায়। এমনই এক স্যান্ডউইচ নিয়ে ঘটনা ঘটেছে। পাউরুটির বদলে অর্থ দিয়ে বানানো হয়েছে এই স্যান্ডউইচ। তাও কিনা ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে। বাংলাদেশি টাকায় ৯৫ লাখেরও বেশি।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরে। ২৭ জুলাই রুরাল এনগেজমেন্ট টিম হারউইচে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল।
২৮শে বছর বয়সী সে গাড়িচালক মারিয়াস রাকজিনস্কিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
৮ই সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়।
মন্তব্য করুন
রকমারি থেকে আরও পড়ুন
রকমারি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]