দেশ বিদেশ
এডিসি হারুনকাণ্ড
আরও সাতদিন সময় চায় তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারশাহবাগ থানা হেফাজতে তুলে নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের তদন্ত কমিটি আরও সাতদিন সময় চায়। কমিটির সদস্যরা সময় চেয়ে আবার ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছেন। তবে কমিশনার গতকাল তাদের আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে দেশজুড়ে আলোচিত এ ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দুইদিনের ভেতরে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটির সদস্যরা আবার ৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। কমিশনার তাদের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে দেন। মঙ্গলবার প্রতিবেদন দাখিলের শেষদিন থাকলেও তারা প্রতিবেদন জমা না দিয়ে ফের সময় বাড়ানোর আবেদন করেন।
ডিএমপি’র সূত্রগুলো বলছে, সাতদিনে তদন্ত কমিটির সদস্যরা এ ঘটনার বিস্তারিত তুলে এনেছেন। কীভাবে ঘটনার সূত্রপাত হয়েছে, হাসপাতাল ও শাহবাগ থানায় কী ঘটেছিল- এসব ঘটনায় এডিসি হারুন অর রশীদ, এনডিসি সানজিদা আফরিন, প্রেসিডেন্টের এপিএস আজিজুল হক মামুন, ছাত্রলীগ নেতা ও শাহবাগ থানা পুলিশের কী ভূমিকা ও কার কী দায় ছিল বিষয়গুলো তদন্তে তুলে এনেছেন। এজন্য তারা ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, হাসপাতালের সিসি ক্যামেরা, স্টাফ, শাহবাগ থানার কনস্টেবল থেকে ওসি, এডিসি হারুন, সানজিদা ও ছাত্রলীগ নেতাদের পৃথক বক্তব্য নিয়েছেন।
ডিএমপি’র কর্মকর্তারা বলছেন, তদন্ত কমিটিকে নিরপেক্ষভাবে তদন্ত করার ক্ষমতা ও নির্দেশ দেয়া হয়েছে। তারা ঘটনায় যার যতটুকু দায় আছে সেটি তুলে ধরবেন। কমিটির সুপারিশের ভিত্তিতে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কমিটি প্রতিবেদন জমা দিবে ডিএমপি কমিশনার বরাবর। পরে সেটি পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হবে। তবে আরেকটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করতে পারে। দুই কমিটির প্রতিবেদন একসঙ্গে করে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
ডিএমপি‘র ৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে আছেন ডিসি (অপারেশন) আবু ইউসুফ। এ ছাড়া রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ এবং ডিবি মতিঝিলের রফিকুল ইসলাম সদস্য।
ডিএমপি’র যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে নাই। তারা সাতদিন সময় চেয়ে আবার আবেদন করেছে। তবে কমিশনার বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]