ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ফেসবুকে সাকিবের বিতর্কিত স্ট্যাটাস, সতর্ক না হলে ব্যবস্থা নেবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারmzamin

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তিনবারের ফাইনাল খেলা টাইগাররা আসর থেকে ছিটকে গিয়েছিল এক ম্যাচ বাকি থাকতেই। কিন্তু সেই ম্যাচই জিতে শেষটায় হাসিমুখে দেশে ফেরে সাকিব আল হাসানের দল। এ জয়ের দিনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। শুরতেই আঘাত হানেন শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনে। শেষ পর্যন্ত ২ উইকেট নেন ৩২ রান খরচ করে। বলার অপেক্ষা রাখে না অনেকটাই হিরোই বনে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই পেসার। কিন্তু দারুণ এই সফল্যের পর তাকে নিয়ে মুহূর্তেই বদলে যায় আলোচনার মোড়। ফেসবুকে নারীদের বিপক্ষে তার স্ট্যাটাস নিয়ে শুরু হয় তোলপাড়। দুটি ভাগে ভিক্ত হয়ে যায় দেষের মানুষ।

বিজ্ঞাপন
একপক্ষের তীব্র সমালোচনা আরেক পক্ষ জানাতে থাকে সাধুবাদ। তবে নারীদের নিয়ে যে তার অবস্থান বা মানসিকতা তা মোটেও সমীচীন নয়। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে বসে আলোচনা করে  সতর্ক করে দেয়। সাকিবও তার ভুল মেনে নিয়ে সেই বিতর্কিত পোষ্টগুলো ডিলিট করেছেন। সতর্ক না হলে বিসিবি ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তার (সাকিব) পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

ওয়ানডে বিশ্বকাপের আগে তানজিম সাকিবের ফেসবুকে নারীদের নিয়ে বিদ্বেষী মন্তব্যে দেশ জুড়ে চলছিল তোলপাড়। এই পরিস্থিতি সামাল দিতেই এই তরুণ পেসারকে নিয়ে জরুরী বৈঠকে বসে বিসিবি কর্তারা। এরপরই জালাল ইউনুস সংবাদ মাধ্যমে জানায় সাকিব এ নিয়ে ক্ষমা চেয়েছে। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে, তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশ্যে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’

বিসিবিকে সাকিব জানিয়েছেন সে মোটেও নারী বিদ্বেষী নয়। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করবো।’নারীদের চাকরি করা, বাংলাদেশের বিজয় দিবসসহ নানা বিষয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ভিন্ন সম্প্রদায়ের প্রতিও তার বিদ্বেষের কথা ফুটে ওঠে। এমন ঘটনায় বিশ্বে শাস্তির অনেক নজির রয়েছে। তাহলে কেন বিসিবি শুধু সতর্ক করেছে তাও নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে এই তরুণ ক্রিকেটারকে মানসিকভাবে পরিবর্তন আনতে বিসিবি পাশে থাকবে বলেও জানানো হয়। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘যদি ওরকম কোনো সমস্যা থাকে, তাহলে ওই সহায়তাও করবো (মানসিক)। আমরা তাকে মনিটর করবো। তার কোনো সাহায্য লাগলে আমরা অবশ্যই প্রদান করবো। এটা সব ক্রিকেটারের বেলায় বলছি। কিন্তু অন্য ক্রিকেটারের বেলায় সমস্যা দেখছি না। যেহেতু এটা পাবলিকলি এসেছে তানজিম সাকিবের ব্যাপার। আমরা তার ইস্যুটাই এড্রেস করছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। তাদের একটা কন্ট্রাক্ট আছে। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কোড অব কন্টাক্টের ব্যাপার আছে। এগুলো তাকে অবগত করা হয়েছে। এজন্য ও বলেছে আরও সতর্ক থাকবে। যেটা আগে বলেছি, ও রিগ্রেট করেছে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status