দেশ বিদেশ
সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট পূর্ণ প্যানেলে জয় লাভ
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়ন নির্বাচন-২০২৩ এ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট। নির্বাচনে ৫২২টি ভোটের মধ্যে ৩১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া আবির ও ৩২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আক্তার লোটাস। ইউনিয়নের ২৩টি পদের সবক’টিতে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট। গত ৪ঠা সেপ্টেম্বর কেবিন ক্রু ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ১৭ই সেপ্টেম্বর শেষ হয় ভোট গ্রহণ। ইউনিয়নের ৫৩০ জন সদস্যের মধ্যে ৫২২ জন ভোট দেন। নতুন এ কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটিকে গত সোমবার শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও বিমানের চিফ পার্সার শবনম কাদের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ফিরোজ মিয়া আবির বলেছেন, কেবিন ক্রুদের উন্নয়নে ও বিমানের ইনফ্লাইট সার্ভিস উন্নত করতে কাজ করবে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট।