বিবিধ
সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট পূর্ণ প্যানেলে জয় লাভ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়ন নির্বাচন-২০২৩ এ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট। নির্বাচনে ৫২২টি ভোটের মধ্যে ৩১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া আবির ও ৩২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আক্তার লোটাস। ইউনিয়নের ২৩টি পদের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট।
গত ৪ সেপ্টেম্বর কেবিন ক্রু ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহন শুরু। ১৭ সেপ্টেম্বর শেষ হয় ভোট গ্রহণ। ইউনিয়নের ৫৩০ জন সদস্যের মধ্যে ৫২২ জন ভোট দেন। নতুন এ কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটিকে গত সোমবার শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও বিমানের চিফ পার্সার শবনম কাদের।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ফিরোজ মিয়া আবির বলেছেন, কেবিন ক্রুদের উন্নয়নে ও বিমানের ইনফ্লাইট সার্ভিস উন্নত করতে কাজ করবে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট।
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]