বিবিধ
চীন সরকারের বিরুদ্ধে লন্ডনে নিপীড়িত চীনা কমিউনিটির বিক্ষোভ
অনলাইন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:০৯ অপরাহ্ন

চীনের নিপীড়িত সম্প্রদায় ও মানবাধিকার গোষ্ঠীর সদস্যরা রোববার লন্ডনের মেফেয়ারে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বাইরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে, যেখানে চীনা দূতাবাস দেশটির প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী উদযাপনের আয়োজন করছে।
আগামী ১লা অক্টোবর চীনের জাতীয় দিবসের আগে লন্ডন দূতাবাসের গোপন অনুষ্ঠানে বলা হয়েছে, ওইদিন তারা একটি আনন্দভোজন করবেন। রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
রোববার লন্ডনে ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন চীনের নির্যাতিত সম্প্রদায় ও অধিকার গোষ্ঠীর নেতৃস্থানীয় কর্মী ও নেতারা। এর মধ্যে ছিল গ্লোবাল অ্যালায়েন্স ফর তিব্বত ও নির্যাতিত সংখ্যালঘু, হংকং এইড, হংকং লিবার্টি, স্টপ উইঘুর জেনোসাইড, যুক্তরাজ্যে তিব্বতি সম্প্রদায় এবং উইঘুর কমিউনিটি অংশ নেয়।
তারা স্লোগান দেন- ‘কোনো উদযাপন নয়, চীনের স্বৈরশাসক’, ‘কোনো উদযাপন নয়- গণহত্যা ন্যায়বিচার হোক’, ‘তিব্বত মুক্ত কর’, ‘পূর্ব তুর্কিস্তান মুক্ত কর’, ‘হংকং মুক্ত কর’।
চীনা কর্মকর্তাদের দেখা গেছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ছবি তুলতে। আগামী ১ অক্টোবর বিক্ষোভের জন্য এখন প্রস্তুত হচ্ছে অধিকার গোষ্ঠীগুলোর জোট। এর সদস্য ও সমর্থকরা লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে চীনা দূতাবাস পর্যন্ত বিক্ষোভ করবে।
রোববার বিক্ষোভ প্রতিবাদের পর ‘স্টপ উইঘুর জেনোসাইড’র নির্বাহী পরিচালক রহিমা মাহমুত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, চীনা দূতাবাসের কর্মকর্তারা জাতীয় দিবস উপলক্ষে লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি নৈশভোজ আয়োজন করে। সেসময় হংকং ও তিব্বতের আমাদের বন্ধুদের সঙ্গে ওই হোটেলের বাইরে একটি ছোট বিক্ষোভের আয়োজন করেছিলাম। গণহত্যা ও স্বৈরতন্ত্রের মধ্যে সত্যিকারের কোনো উদযাপন হতে পারে না।
সূত্র:এএনআই
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]