খেলা
সোল দে মায়োর বড় জয়ে গোল জামালের
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:৫৭ অপরাহ্ন
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর হয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। রোববার লীগ ম্যাচে সানসিনেনার বিপক্ষে সোল দে মায়োর ৪-২ গোলের জয়ে ১টি গোল করেন জামাল। অভিষেক ম্যাচেও গোল করেছিলেন তিনি।
সোল দে মায়োর হয়ে অভিষেকের পরই ঢাকায় ফেরেন জামাল। আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ খেলে আর্জেন্টিয়ান ফিরলেও মাংসপেশির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর রোববার একাদশে ফিরেই দলের বড় জয়ে ভূমিকা রাখলেন সোল দে মায়োর অধিনায়ক।
পয়েন্ট টেবিলে সোল দে মায়োর ২ ধাপ উপরে থাকা সানসিনেনার বিপক্ষে এদিন নিজের স্বভাবসুলভ সেন্ট্রাল মিডেই খেলেছেন জামাল। ম্যাচে ১-১ সমতা থাকা অবস্থায় পেনাল্টি পায় মায়ো। স্পটকিকে গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করে মায়ো। প্রতিপক্ষের ডিবক্সে দলীয় বোঝাপড়ায় দলকে সমতায় ফেরান কুচিচ মাতিয়াস। জামালের পর প্রথমার্ধের শেষদিকে লিড বাড়ান সান্তিয়াগো লোপেজ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে জামালের দল। ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন রিভেরো। ম্যাচের একদম শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে সেনসিনেনা পক্ষে ব্যবধান কমান ইরিয়ার্তে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামালের দল।
এই জয়ে ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল সোল দে মায়ো। পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছে তারা। ১ ম্যাচ বেশি খেলে সেনসিনেনার অবস্থান ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে।