খেলা
প্রতিপক্ষ নিয়ে ভীত নন সাবিনারা
স্পোর্টস রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
এশিয়ান গেমসে নিজেদের গ্রুপে রয়েছে জাপান, ভিয়েতনাম। নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। কিন্তু তারপরও ভীত নন সাবিনা খাতুনরা। গতকাল রাতে রওয়ানা হওয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘জাপান বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। আমরা হয়তো তাদের বিপক্ষে জিতবো না। কিন্তু লড়াই করব।’
এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপে যারা রয়েছে, ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার সবার উপরে জাপানকে সামলাতে হবে সাবিনাদের। বাংলাদেশের গ্রুপে রয়েছে ৩৪ নম্বরে থাকা ভিয়েতনাম ও ১০১ নম্বরে থাকা নেপালও। যেখানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ১৪২ তম। র্যাঙ্কিংয়ে সবার পেছনে থাকলেও র্যাঙ্কিংয়ে আটে থাকা জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবেন সাবিনারা।
শক্তিতে দু’দলের আকাশ-পাতাল পার্থক্য থাকলেও জাপানের বিপক্ষে ম্যাচ খেলতে পারা বিশাল ব্যাপার বলেই মনে করছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘জাপানের সঙ্গে খেলতে পারাটা বিশাল ব্যাপার।’ কোচ সাইফুল বারী টিটু এশিয়ার এই জায়ান্টদের নিয়ে বলেন,‘ মহিলা ফুটবলে সিনিয়র দলই খেলে। তাই বিশ্বকাপ খেলা দলটিই অংশ নেওয়ার কথা এশিয়ান গেমসে। তারা বল হারালে পাঁচ সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে চাইবে, আমরা এটা ভেবেই অনুশীলন করেছি।’ তবে জাপান বা ভিয়েতনাম নয়, সাবিনা খাতুনের লক্ষ্য নেপালকে হারানো, ‘আমরা অন্তত নেপালকে হারাতে চাই। জাপান ও ভিয়েতনামের বিপক্ষে খেলার পর নেপালের সঙ্গে খেলব। তাই একটা ভালো অভিজ্ঞতা থাকবে।’ এশিয়াডে প্রথম সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর ধারাবাহিকতা বজায় রাখতে চান সাবিনা, ‘আমরা অবশ্যই একটা ভালো পারফরম্যান্স করতে চাই। যাতে সামনের গেমসেও খেলার সুযোগ পাই।’