ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মানবজমিনে সংবাদ প্রকাশের পর সহায়তা পেলেন গাজীপুরে নিহত শ্রমিক নেতার স্ত্রী

স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার

‘অর্থের অভাবে ক্যান্সার চিকিৎসা আটকে আছে শহিদুলের স্ত্রীর’ শিরোনামে গত ৯ই জুলাই সংবাদ প্রকাশিত হয় দৈনিক মানবজমিনে। গাজীপুরের টঙ্গীতে গত ২৫শে জুন প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের কর্মীরা বেতন ভাতার দাবিতে আন্দোলন করছিলেন। শ্রমিকদের পক্ষে কথা বলতে সেখানে যান বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম। মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে আসার সময় দৃর্বত্তের হামলায় নিহত হন তিনি। শহিদুলের স্ত্রী কাজলি বেগম ক্যান্সার আক্রান্ত। প্রকাশিত সংবাদে অর্থের অভাবে ক্যান্সার চিকিৎসা থমকে থাকার বিষয়টি উঠে আসে। বিষয়টি নজরে আসে ‘সুহানা আ্যন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন’র কো-ফাউন্ডার এবং কো-চেয়ারম্যান আনিস আহমেদের। তিনি ইচ্ছাপোষণ করেন শহিদুলের স্ত্রী কাজলি বেগম যেন সঠিক চিকিৎসা পান।

 এরপর ফাউন্ডেশনের তরফ থেকে মানবজমিন ও কাজলি বেগমের সঙ্গে যোগাযোগ করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আশা পাল। হিহত শহিদুলের স্ত্রী জানান, চিকিৎসা শেষ হতে কেমো থেরাপি ও ২৫টি রেডিও থেরাপি বাকি আছে। যার আনুমানিক খরচ প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এরপর সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন কাজলি বেগমের ডাক্তার, হাসপাতাল এবং কেমো থেরাপির ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে। তারপর চিকিৎসার জন্য প্রয়োজনীয় কেমোথেরাপি, রেডিওথেরাপি ও অন্যান্য টেস্টের খরচের টাকা আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে প্রদান করেন। তিনি কেমোথেরাপি ও রেডিও থেরাপির পর বর্তমানে সুস্থ আছেন। জানতে চাইলে কাজলি বেগম বলেন, এটা আমার জন্য বড় পাওয়া। তারা আমার চিকিৎসার ব্যবস্থা না করলে ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করা লাগতো। 

তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  ‘সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন’ ২০১৭ সাল থেকে বাংলাদেশে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বিশেষ করে বিএসএমএমইউ শিশু হেমাটোলজি ও অঙ্কোলজি বিভাগে ক্যান্সার রোগীদের সেবায় নিয়মিত গুরুত্বপূর্ণ কেমোথেরাপির ওষুধ প্রদান, ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে আধুনিক যন্ত্রপাতি ও আর্থিক অনুদান প্রদান, ঢাকা শিশু হাসপাতাল ও শরীয়তপুর সদর হাসপাতালে ইনকিউবেটর প্রদান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গরিব ও দুঃস্থ রোগীদের সেবায় জরুরি ওষুধ প্রদান, আইসিডিডিআরবি’কে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রাংশ প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও জনসেবামূলক কর্মকাণ্ডে শৈলান প্রবীণ নিবাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদান, বিদ্যানন্দ ফাউন্ডেশন, অটিজম ফাউন্ডেশন, এতিমখানা ইত্যাদিতে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status