ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

ভিন্ন মেজাজে মিমি

বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

অভিনয় থেকে রাজনীতিতে পা দেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। হয়েছেন সংসদ সদস্যও। এবার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি। বাস্তবে না হলেও পর্দায় এমন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। নিজের অভিনয় ক্যারিয়ারকে বেশ শক্তভাবে ধরে রেখেছেন মিমি। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। এরইমধ্যে ইন্ডাস্ট্রিতে একযুগ কাটিয়ে ফেলেছেন। এখন বেছে বেছেই কাজ করেন মিমি। শোনা যাচ্ছে, এক হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন।

বিজ্ঞাপন
নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরেই ‘পোস্ত’র হিন্দি রিমেকে পরেশ রাওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। এবার নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে সংযুক্তা মিত্র নামে এক মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমিকে। এখানে ভিন্ন মেজাজে দেখা মিলবে মিমির। ছবিতে বাইক চালাতে হয় মিমির। এজন্য পরিশ্রমও করতে হয়েছে কঠোর। নিজের বিলাসবহুল বাড়ির ভেতরে প্রতিদিন বাইক চালানো প্র্যাকটিস করেছেন মিমি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শুটের আগে প্র্যাকটিস করেছিলাম, তবে হাইওয়েতে চালানো খুব একটা সহজ ছিল না! কারণ সেখানে অনবরত অনেক গাড়ি চলতেই থাকে। হুট করে কোনো পশুও চলে আসতে পারে! এদিকে আবার সামনে ক্যামেরা। মাথায় চলছিল, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়! নার্ভাস ছিলাম, তবে শুটিংটা ভালোভাবেই করে ফেলেছি।

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status