রাজনীতি
আদমদীঘির পথসভায় আমীর খসরু
'জনগণ একদিকে, ভোট চোরেরা আরেকদিকে'
কাজী সুমন, রোডমার্চের বহর থেকে
(২ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন সমাধান হবে রাজপথে। তার প্রমাণ আমরা বগুড়াতে দেখছি। ভোট চোরকে রুখতে হবে, ভোট চোরের আস্তানা ঘুরিয়ে দিতে হবে।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। আজকে দেশের জনগণ একদিকে, ভোট চোরেরা আরেকদিকে।
আজ রোববার দুপুরে বগুড়া থেকে তারুণ্যের রোডমার্চ শুরুর পর আদমদীঘিতে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একদফা দাবিতে ভোটাধিকার প্রতিষ্ঠায় বগুড়া থেকে রাজশাহী অভিমুখে রোডমার্চ করছে বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল। রোডমার্চে বিপুলসংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, সেলফি তুলে কোনো লাভ হবে না, ফটোসেশন কোনো কাজে আসবে না। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধভাবে ভোট চোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে আইনের শাসন ফিরে আসবে জনগণের নিরাপত্তা ফিরে আসবে। তাহলে শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে পারবে মানুষ। নেতাকর্মীদের প্রয়োজনের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে বলেও আহ্বান জানান খসরু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
।পাঠকের মতামত
ভোট চোরেরা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে সন্ত্রাসী কাজে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]