বিবিধ
মাওলানা হুসাইন আহমেদের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:০৫ অপরাহ্ন

মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরের বিশিষ্ট আলেম মাওলানা হুসাইন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বাদ আসর ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। ওই মসজিদে মাওলানা হুসাইন আহমেদ দীর্ঘ ৪০ বছর খতিবের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য মাওলানা হুসাইন আহমেদ সাংবাদিক মনির হায়দারের বাবা।