বিশ্বজমিন
উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে অক্টোবরের বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা কানাডার
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন

দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে অক্টোবরের বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। শুক্রবার এমন সিদ্ধান্ত পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি নগ-এর এক মুখপাত্র শান্তি কোসেন্টিনো। ওই ঘোষণায় তিনি বলেছেন, বর্তমানে আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি। এদিন আরও আগে ভারতীয় কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, কানাডায় রাজনৈতিক পরিবর্তনে আপত্তির জেরে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত অবস্থায় আছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এর আগে মে মাসে মেরি নগ এবং তার ভারতীয় প্রতিপক্ষ পিযুষ গয়াল একটি যৌথ বিবৃতি দেন। তাতে তারা বছরের শেষ নাগাদ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশা প্রকাশ করেন। কিন্তু সে আলোচনা উচ্চ স্তরে বেশ কিছু সমস্যায় পড়েছে। সর্বশেষ গত সপ্তাহান্তে ভারতের নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হয়। এতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক না করার সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অনেকে মনে করেন, এটা অপমানজনক। পক্ষান্তরে কানাডায় সম্প্রতি শিখদের প্রতিবাদ যেভাবে ‘হ্যান্ডেল’ করা হচ্ছে তার সমালোচনার জন্য ট্রুডোকে একপেশে করে রেখেছিলেন মোদি।
জুন মাসে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে।
ফলে কানাডায় ওই রকম প্যারেড আয়োজনে ভারত সরকার ক্ষুব্ধ। একে বলা হয়, বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতা উদযাপন হিসেবে। রোববার ট্রুডোর সঙ্গে নরেন্দ্র মোদির মুখোমুখি হওয়ার পর দেয়া বিবৃতিতে ভারত সরকার আবারও কানাডায় ভারতবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখা নিয়ে কড়া উদ্বেগ জানায়।
বিবৃতিতে বলা হয়, সেখানে থাকা উগ্রপন্থিরা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দিচ্ছে। ভারতের কূটনৈতিক মিশন চত্বরের ক্ষতি করছে। কানাডায় থাকা ভারতীয় সম্প্রদায়কে হুমকি দিচ্ছে।