খেলা
বাংলাদেশের কাছে হার ভারতের জন্য সতর্কবার্তা: রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:৩২ অপরাহ্ন

সুপার ফোরে টানা দুই হারে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিয়মরক্ষা করতেই নেমেছিল টাইগাররা। তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ম্যাচটিতে অনন্য পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। হারিয়ে দিয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারতকে। ফাইনালের আগে টাইগারদের বিপক্ষে হার ভারতের জন্য সতর্কবার্তা বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
টানা দুই জয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। বাংলাদেশের বিপক্ষে হারলেও কোনো ক্ষতি হয়নি রোহিত শর্মাদের। তবে ফাইনালের আগে হারের অভিজ্ঞতা ভারতকে ভোগাবে বলে মনে করছেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘বাংলাদেশ ভারতকে সতর্কবার্তা দিলো। মানছি, প্রধান খেলোয়াড়েরা খেলতে পারেননি। কিন্তু এরপরও ফাইনালের আগে জেতা প্রয়োজন ছিল।’
শুধু ভারত নয়; নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড়কে ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশও।
ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। ২০ বছর বয়সী এই পেসারের নৈপুণ্য ছড়ানো বোলিংয়ে মুগ্ধ রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘তানজিমের কথা বলতেই হয়। ওদের ওপেনিং বোলার। কী অসাধারণ আউট সুইং সে করেছে! বলে গতি ছিল এবং তার শরীরী ভাষাও দারুণ ছিল। রোহিত শর্মার উইকেট নেয়ার পাশাপাশি টপ অর্ডারকে সে বড় ধাক্কা দিয়েছে। এরপর তারা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং ম্যাচটা জিতে নিয়েছে।’
কলম্বোর স্পিনবান্ধব উইকেটে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের বোলার নির্বাচনের সিদ্ধান্তের প্রশংসা করেন রমিজ রাজা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার উইকেট ঢাকার মতো। এ বিষয়টিও বাংলাদেশকে সাহায্য করেছে। স্লো-টার্নার উইকেট। আর এ ধরনের উইকেটে স্পিনারদের কাজে লাগানোর ক্ষেত্রে সাকিবের অধিনায়কত্বও বেশ ভালো হয়। স্পিনাররা এখানে বেশ ভালো খেলেছে। চাপ তৈরি করেছে। শুরুতে তানজিমও দ্রুত উইকেট নিয়ে চাপে ফেলেছে ভারতকে। এটা রান তাড়ার জন্য কঠিন উইকেট ছিল। শুভমন গিল না দাঁড়াতে পারলে লড়াই আরো কঠিন হয়ে যেতো ভারতের জন্য। এ জয়ের পর বাংলাদেশ আনন্দ নিয়েই দেশে ফিরবে (ফিরেছে)। নিয়মরক্ষার হোক আর যাই হোক, ভারতের বিপক্ষে ম্যাচ জেতা অনেক বড় ব্যাপার।’
পাঠকের মতামত
আপনি আপনার নিজের দলকে সতর্ক করুন, দল নিয়ে ভাবুন । ইন্ডিয়াকে নিয়ে ভাবনার বহু লোক আছে ইন্ডিয়াতে।