ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

নিলামে উঠলো ডায়ানার সেই বিখ্যাত জাম্পার, দাম ছাড়িয়ে গেল ১.১ মিলিয়ন ডলার

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৬ অপরাহ্ন

mzamin

'প্রিন্সেস অফ ওয়েলস' ডায়ানার একটি লাল জাম্পার যেটি ভেড়ার পালের ডিজাইন দিয়ে সজ্জিত যুবরানীর পোশাকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলো। সেটি এবার নিউইয়র্কে নিলামে উঠলো। বিক্রি হলো ১.১ মিলিয়ন ডলারে। সোথেবি'স অনুসারে, নিলামে ওঠা সবচেয়ে মূল্যবান সোয়েটার হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। 

নিলাম ঘরটি অনুমান করেছিল যে, জাম্পারটি ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে। সাম্প্রতিক বছরগুলোতে ডায়ানার স্টাইল আবারো আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। সোয়েটারটির কিছু জায়গা একটু নষ্ট হয়ে গেলেও এটি পরিধানযোগ্য ছিলো। জাম্পারটি  ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল কোম্পানির, যেটি ১৯৭৯ সালে স্যালি মুইর এবং জোয়ানা ওসবোর্ন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এই জুটির প্রথম ডিজাইনগুলোর মধ্যে একটি। 

ওসবোর্ন বলেছিলেন, আমরা উলের জাম্পার তৈরি করতে আগ্রহী ছিলাম, ডিজাইনে আমরা ভেড়াকে বেছে নিয়েছিলাম।

মুইর এবং ওসবোর্ন জুটি জানত না যে, ডায়ানা এই জাম্পারটি পরতে চলেছেন। যখন তারা জানলেন তখন তারা এটিকে "সোনালী মুহূর্ত" হিসাবে বর্ণনা করেছিলেন। ১৯ বছর বয়সী যুবরানি এটি পরার প্রায় এক মাস পরে ওসবোর্ন বাকিংহাম প্যালেস থেকে একটি চিঠি পান যে জাম্পারটিতে কিছু ত্রুটি দেখা গেছে।

ওসবোর্ন স্মৃতি রোমন্থন করে বলছেন, আমরা বরং আতঙ্কিত ছিলাম তাই আমরা অবিলম্বে এটি প্রতিস্থাপন করি। 

তারা ভেবেছিলেন সময়ের সাথে সাথে পুরনো জাম্পারটি হয়তো হারিয়ে গেছে।

বিজ্ঞাপন
মার্চ মাসে নিজের দোকানের তাক পরিষ্কার করার সময় পুরনো জাম্পারটি খুঁজে পান ওসবোর্ন। সোয়েটারটি এতটাই জনপ্রিয় হয়েছিলো এটির নাম হয়ে যায় "ডায়ানা সংস্করণ"।

এর সঙ্গে মানানসই বেল্ট এবং টুপি বিক্রি হতে থাকে ২৭০ পাউন্ডে। জাম্পারটিতে একঝাঁক সাদা ভেড়ার মধ্যে একটি কালো ভেড়া রয়েছে। ওসবোর্ন বলেছেন, সাদা ট্রাউজার্সের সঙ্গে ডায়ানা যখন লাল জাম্পারটি পরতেন তাকে আরও আত্মবিশ্বাসী দেখাতো। এই বছরের শুরুতে ডায়ানার সংগৃহিত পোশাক থেকে একটি মখমল ভিক্টর এডেলস্টেইনের পোশাক ৬ লক্ষ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল, যা তার অনুমানের চেয়ে পাঁচগুণ বেশি।

সূত্র : দ্য গার্ডিয়ান

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status