ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বাইডেনের যে দাবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

মানবজমিন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

সমপ্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এক বক্তব্যে দাবি করেন যে, তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে চার বছর ‘রাজনৈতিক তত্ত্ব’- পড়িয়েছেন। তবে তার এমন দাবি মিথ্যা বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরালো বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন যে, মার্কিন প্রেসিডেন্ট তার নিজের জীবন নিয়ে বানানো গল্প বলে বেড়াচ্ছেন। কারণ তার দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। এ খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে জানানো হয়, বৃহস্পতিবার  মেরিল্যান্ডে এক বক্তব্য দেয়ার সময় ওই দাবি করেন বাইডেন। এ সময় যুক্তরাষ্ট্রের ৪৬তম এই প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র ঝুঁকিতে আছে। আমাদের গণতন্ত্র এখন আক্রমণের মুখে। এর জন্য আমাদের লড়াই করতে হবে। আমি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে চার বছর শিক্ষকতা করেছি। 

সেখানে আমি রাজনৈতিক তত্ত্ব পড়াতাম।

বিজ্ঞাপন
আপনারা সবসময় শুনেছেন যে, প্রতিটি প্রজন্মকেই গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। কিন্তু এরপরই এক্সে (সাবেক টুইটার) তার ওই দাবি নিয়ে চরম বিতর্ক শুরু হয়। ডিজিটাল কৌশলবিদ গ্রেগ প্রাইস এক্সে বলেন, বাইডেন দাবি করেছেন যে, তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক তত্ত্ব পড়িয়েছেন। অথচ তিনি কখনই সেখানে একটি ক্লাসও নেননি। লেখক ক্যারল রথ মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করে বলেন, বাইডেনের এমন কল্পনার জীবন খুব মজার এবং আকর্ষণীয় শোনাচ্ছে। এক্সে আরেক ট্রাম্প সমর্থক লিখেছেন, বাইডেন হয় মিথ্যা বলছেন নয়তো তার মানসিক বৈকল্যের লক্ষণ প্রকাশ্যে চলে এসেছে। তিনি ডিমেনশিয়ার চূড়ান্ত ধাপে রয়েছেন নাকি তিনি আক্ষরিক অর্থেই একজন মিথ্যাবাদী। আমি নিশ্চিত নই যে, এরমধ্যে কোনটা বেশি খারাপ।  বাইডেনের এমন দাবির প্রমাণ দিতে হোয়াইট হাউস ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে ফক্স নিউজ। তবে কোথাও থেকেই কোনো উত্তর পাওয়া যায়নি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status