দেশ বিদেশ
বাইডেনের যে দাবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
মানবজমিন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
সমপ্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এক বক্তব্যে দাবি করেন যে, তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে চার বছর ‘রাজনৈতিক তত্ত্ব’- পড়িয়েছেন। তবে তার এমন দাবি মিথ্যা বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরালো বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন যে, মার্কিন প্রেসিডেন্ট তার নিজের জীবন নিয়ে বানানো গল্প বলে বেড়াচ্ছেন। কারণ তার দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। এ খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে জানানো হয়, বৃহস্পতিবার মেরিল্যান্ডে এক বক্তব্য দেয়ার সময় ওই দাবি করেন বাইডেন। এ সময় যুক্তরাষ্ট্রের ৪৬তম এই প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র ঝুঁকিতে আছে। আমাদের গণতন্ত্র এখন আক্রমণের মুখে। এর জন্য আমাদের লড়াই করতে হবে। আমি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে চার বছর শিক্ষকতা করেছি।
সেখানে আমি রাজনৈতিক তত্ত্ব পড়াতাম।