বিনোদন
আগুনের কণ্ঠে ‘অনুনয়’
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারজনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠে প্রকাশ হলো ‘অনুনয়’ শিরোনামের নতুন একটি গান। জামাল হোসেনের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সম্প্রতি ‘রঙ্গন মিউজিক’ থেকে গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে। আগুন বলেন, গানের কথা ও সুর দারুণভাবে মনে ধরেছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।