ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

পোশাক নিয়ে সমালোচনার মুখে সুনিধি

বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। বলিউডের আইটেম গানের জন্য বিশেষ পরিচিত তার। ‘ধুম মাচালে’, ‘আজা নাচলে’, ‘ডান্স পে ডান্স’, ‘শিলা কি জওয়ানি’, ‘কামলি’সহ বলিউডে অসংখ্য প্লেব্যাকে তিনি নিজের অবস্থান শক্ত করেন। হিন্দিসহ বিভিন্ন ভাষার গান কণ্ঠে তুলেছেন ৪০ বছর বয়সী সুনিধি। বাংলাদেশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। 

সম্প্রতি এক কনসার্টে খোশ মেজাজে দেখা যায় সুনিধিকে। কিন্তু পোশাকের কারণে সমালোচনার শিকার হন এই গায়িকা। বাহারি আলোয় ঝলমল করছে মঞ্চ। সুনিধি কণ্ঠে তুলেছেন ‘মুসাফির’ সিনেমার গান। তার পরনে কো-অর্ড টু-পিস পোশাক। একই ডিজাইনের পোশাক পরে তার সঙ্গে নাচছেন একঝাঁক নৃত্যশিল্পী। সুনিধির সুরের জাদুতে মুগ্ধ শ্রোতারা। কিন্তু মঞ্চে তার আবেদনময়ী লুক নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। 

একজন লিখেছেন, সুনিধি টেইলর সুইফটের ভাইভস দিয়েছেন। মঞ্চে তার নাচের তাল, এসব পোশাক তার জন্য উপযুক্ত নয়। আরেকজন লিখেছেন, অর্ধ নগ্ন হয়ে সুনিধির কনসার্ট করা কি জরুরি? এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status