দেশ বিদেশ
বাংলাদেশকে গণতন্ত্রহীন করা হয়েছে: জামায়াত
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবারবাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, গণতন্ত্র নাগরিকদের মধ্যে সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। যেখানে গণতন্ত্র থাকে না, সেখানে আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও বাকস্বাধীনতা বলতে কিছুই থাকে না। বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র না থাকায় মানুষ সাম্য, নাগরিক অধিকার, সামাজিক সুরক্ষা, ন্যায়বিচার, ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ হামলা-মামলা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নাগরিকদের কথা বলতে দেয়া হচ্ছে না। এক কথায় বাংলাদেশে গণতন্ত্রকে খুবই সংকুচিত করা হয়েছে। গণতন্ত্রহীন রাষ্ট্র বানানো হয়েছে। ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মাছুম বলেন, বিশ্বের কল্যাণের জন্য মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। গত ১৫ই আগস্ট যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অধীনস্ত প্রতিষ্ঠান-টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ: অ্যান আপডেট’ শিরোনামে এক ব্রিফিংয়ের আয়োজন করে।