বিনোদন
রহস্যঘেরা গল্প
বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
দীর্ঘ বিরতির পর কলকাতার ওয়েব সিরিজে ফিরছেন রাজেশ শর্মা। সিরিজটির গল্প রহস্যঘেরা। পেশায় একজন ব্যবসায়ী বব। প্রথমবার স্ত্রী নিমিশার সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিল সে। পথে ববের স্ত্রী নিমিশাকে নিয়ে উধাও এক অপরিচিত লোক। এভাবে গল্প এগিয়ে যায়। এটি পরিচালনা করেছেন জন হালদার। আর কাহিনী লিখেছেন- সৌমিক চট্টোপাধ্যায়। এখানে বব চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা।