ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

‘দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে’

স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দুর্নীতি একটি ক্যানসারের মতো কাজ করছে সর্বত্র। এটি এমন নয় যে, শুধু বিচার বিভাগেই আছে, এমন নয় যে, এটি শুধু অন্য কোনো বিভাগে আছে। এটি সব জায়গাতেই কিছু না কিছু আছে। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে এটি কিছু না কিছু কমানো যাবেই। গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি মামলাজট, মামলাজট নিরসনে করণীয়, বিচারপ্রার্থী ও বিচার বিভাগের প্রতি আস্থা নিয়েও কথা বলেন।
মামলার জট প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বিষয়টি পুরনো, নতুন না। আমার কাছে ময়মনসিংহ জেলা জজশিপ থেকে একটি রায়ের কপি দিয়েছে আমাদের মিউজিয়ামে রাখার জন্য। শুনলে আপনারা অবাক হবেন, এটা ১৮৬১ সালের রায় কিন্তু মামলাটি শুরু হয়েছিল ১৮৫৫ সালে। তখনো একটি মামলা শেষ হতে চার-পাঁচ বছর লেগেছে। এখানে আমার মনে হয়, আইনের সংস্কার একটি বড় বিষয় এবং এই আইনি সংস্কারটি সরকার নিশ্চয়ই চিন্তা করবেন। 
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এবং মেডিয়েশনের (মধ্যস্থতা) মাধ্যমে অনেক মামলা কমতে পারে বলে মনে করেন বিচারপতি ওবায়দুল হাসান। বলেন, তারা (বিচারপ্রার্থী) ঘরে বসে বিচারালয়ে না গিয়ে একই রকম ফল অন্যভাবে পেতে পারেন এডিআর, মধ্যস্থতা ও সালিশের মাধ্যমে। এগুলো বাংলাদেশে ডেভেলপ করছে ধীরে ধীরে। চেষ্টা করবেন, সবাই মিলে এটি আরও গতিশীল করতে, যাতে মানুষকে আদালতমুখী খুব একটা না হতে হয়। বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মামলাজট কমানোটাই বড় চ্যালেঞ্জ। দুর্নীতি একটি ক্যানসারের মতো কাজ করছে সর্বত্রই। আমার পূর্বসূরিরা যেভাবে চেষ্টা করেছেন, আমি চেষ্টা করবো সহকর্মীদের নিয়ে একইভাবে এই দুর্নীতি যাতে কমানো যায়, সে উদ্যোগ নিতে। 
বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, এমনটি মনে করেন না ২৪তম প্রধান বিচারপতি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, বিচারকরা বিচারকের কাজ করে যাচ্ছেন তাদের মতো করেই। আমি শুধু একটি কথা বলবো, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন বা যেসব আইনজীবী বন্ধু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তারা রাজনীতিটা করুন। কিন্তু কোর্টের মধ্যে, আদালতে তারা যেন সহনশীলতার পরিচয় দেন। তারা যেন একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল হন। বিচার বিভাগের ওপর আস্থার কমতি যেটা হয়েছে, এটা শুধু বিচারকদের জন্য তা নয়। আমি বলেছি এটার অনুষঙ্গ অনেক। আইনজীবীরা আছেন, তাদের সহকারীরা আছেন, স্টাফরা আছেন। বিভিন্ন কারণে, বিভিন্ন মানুষ, সমাজে যেহেতু দুর্নীতির একটা প্রশ্ন আছে, সেই কারণে কখনো কখনো মানুষ মিসলিড হয়। তারা মিসলিড করে অনেক সময়; যারা আমাদের সঙ্গে অন্যান্য কাজ করেন, তারা। সেই কারণে কোনো কোনো সময় আস্থার যে অভাব হচ্ছে না- তা না। তবে আস্থা নেই এ কথাটা আমি বলতে রাজি না। আস্থা আছে। আস্থার হয়তো কিছু কমতি আছে। এটা ধীরে ধীরে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই আস্থাটা আমরা বাড়াতে চেষ্টা করবো।
গত মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫শে সেপ্টেম্বর।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

সিলেট ছাত্রলীগ/ নাজমুলের মুখে যে সমালোচনা

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status