ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

এবার সামরিক বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু, ২৪ ঘণ্টায় এক ইউনিটের দুই সদস্যকে হারালো ইরান

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৩ জুন ২০২২, সোমবার, ২:২১ অপরাহ্ন

mzamin

একের পর এক ইরানি সামরিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হচ্ছে। এবার মারা গেছেন ইরানি বিমান বাহিনীর বিজ্ঞানী মোহাম্মদ আব্দুস। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান আকাশ প্রতিরক্ষা ঘাটিতে কর্মরত ছিলেন। সোমবার সকালে তার রহস্যজনক মৃত্যুর কথা জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স। 

জেরুজালেম পোস্টের খবরে জানানো হয়েছে, মোহাম্মদ আব্দুস ইরানের স্যাটেলাইট প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইরানের ড্রোন নির্মান এবং ব্যালিস্টিক মিসাইল উন্নয়নেও কাজ করছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হলো তা জানায়নি ইরান। 

এর ২৪ ঘন্টারও কম সময় পূর্বে ইরানের বিমান বাহিনীর আরেক সদস্য আলি কামানি মারা গেছেন। তিনি ইরানের খোমেইন শহরে রহস্যজনক একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। ইরানের গণমাধ্যমগুলোতে কামানিকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। এতে বলা হয়েছে, মাতৃভূমিকে রক্ষা করতে গিয়েই মারা গেছেন কামানি। 

এর আগে এ মাসের প্রথমে মারা যান আইআরজিসি কুদস ফোর্সের কর্মকর্তা কর্নেল আলি ইসমাইলজাদাহ। তিনি তার বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
যদিও এই মৃত্যু ঘিরেও রহস্য দানা বেঁধেছে। 

গত মাসে হত্যা করা হয় ইরানের আইআরজিসি’র শীর্ষ কর্মকর্তা হাসান সায়েদ খোদায়ারিকে। ওই হত্যাকাণ্ডের পেছনে ইসরাইল জড়িত বলে একাধিকবার ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। ইসরাইলের কর্মকর্তারাও বিষয়টিকে একরকম স্বীকার করেও নিয়েছেন। ওই হত্যাকাণ্ডের পর ইসরাইলি প্রধানমন্ত্রী নাফটালি বেনেট বলেছিলেন, ইরানকে ছাড় দেয়ার দিন শেষ। এরপরই একের পর এক ইরানি সামরিক কর্মকর্তার মৃত্যু রহস্য আরও গভীর করছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status