বিশ্বজমিন
ইরানের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে মার্কিন বিশেষজ্ঞদের অসন্তোষ
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

ইরানের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ইরানে বন্দী পাঁচ মার্কিনির মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রে বন্দী পাঁচ ইরানিকে মুক্তি দেয়া হবে। তবে ইরানের সঙ্গে এই চুক্তিকে ভালোভাবে দেখছেন না যুক্তরাষ্ট্রের অনেক সামরিক বিশেষজ্ঞ। কারণ, বন্দী বিনিময়ের পাশাপাশি মার্কিনিদের মুক্তির জন্য ইরান আরও ৬ বিলিয়ন ডলারের ওপর তাদের এক্সেস দাবি করেছে।
ফক্স নিউজ জানিয়েছে, এই অর্থ ইরানের নিজেরই। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ব্যবহার করতে পারছিল না দেশটি। ইরান ওই অর্থ ফেরত পাওয়ার দাবি তুলেছে বন্দী বিনিময়ের শর্তে। আর বাইডেন প্রশাসন তাতেই রাজি হয়ে গেছে। বিষয়টির সমালোচনা করছেন মার্কিন বিশেষজ্ঞরা।
অবসরপ্রাপ্ত জেনারেল কেইথ কেলোগ এ নিয়ে বলেন, এই চুক্তির দিকে তাকালে এটিকে ভালো দেখাচ্ছে না। তাছাড়া যখন এই চুক্তিটি হলো, সেই সময়টাও ছিল ভুল। ৯/১১ ঘটনার ২২তম বার্ষিকীতে এই চুক্তিটি হয় ইরানের সঙ্গে।
সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রাইন একই কথা বলেন। তার দাবি, ৯/১১ ঘটনার দিন ইরানকে ৬ বিলিয়ন ডলারের এক্সেস দেয়ার কোনো অর্থ হয় না। এটি আমাদের মিত্রদের কাছে ভুল বার্তা দেবে। এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশ করে এবং এরফলে ইরান আরও মার্কিনিদের আটকে উৎসাহী হবে।
ইরানের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় আটক থাকা ৬ বিলিয়ন ডলার কাতার পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরান সেখান থেকে ওই অর্থে এক্সেস নেবে। এরফলে যুক্তরাষ্ট্রকে তার নিষেধাজ্ঞার নিয়ম ভাঙতে হবে না। আবার এই অর্থ যেহেতু ইরানেরই, তাই মার্কিন করদাতাদের কোনো অর্থও পাঠানো হচ্ছে না।
জেনারেল কেলোগ বলেন, এই অর্থ যাবে হিজবুল্লাহর মতো সংস্থাগুলোর কাছে। বাইডেন বলেছেন, এই অর্থ মানবিক কাজের পেছনে ব্যয় করা হবে। কিন্তু না, সুস্থ মস্তিষ্কের যে কেউ জানে কোথায় এই অর্থ যাচ্ছে। আমি আনন্দিত যে মার্কিনিরা ঘরে ফিরে আসছে। বাইডেন প্রশাসন তাদের মুক্তির জন্য খারাপ একটি চুক্তি করেছে এটা তাদের দোষ নয়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ১৫ এমপির চিঠি/ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]