রকমারি
একেই বলে ভাগ্য!
৬০০ মিটার ওপর থেকে পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪১ অপরাহ্ন

মাউন্ট তারানাকি থেকে ৬০০ মিটার নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন পর্বতারোহী। ৯ সেপ্টেম্বর দুপুরে পুলিশের কাছে একটি ফোন আসে, বলা হয় ক্রেটর প্রবেশদ্বারের চারপাশে একটি দল নিয়ে আরোহণের সময় একজন পর্বতারোহী পড়ে গেছেন। সৌভাগ্যবশত, সেই সময়ে আরেক পর্বতারোহী তারানাকি আল্পাইন রেসকিউ দলের সদস্য ছিলেন। পুলিশ বলেছে, ওই পর্বতারোহী বুট এবং ক্র্যাম্পন ছাড়াই ৬০০ মিটার নিচে পড়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও উদ্ধারের পর দেখা যায় তিনি সামান্যই চোট পেয়েছেন। পুলিশের দাবি গোলে যাওয়া বরফ তাকে রক্ষা করেছে। পর্বতারোহীকে উদ্ধারের পর দলের তিনজন সদস্যই নিরাপদে পাহাড়ের নিচে নামতে সক্ষম হয়েছিলেন।
পুলিশের এক মুখপাত্র বলেছেন, "সত্যিই তিনি ভাগ্যবান।" গত বছর পাহাড় থেকে পড়ে যে এলাকায় দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছিল সেই একই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারানাকি পর্বতে আরোহণের জন্য অভিজ্ঞতা, জ্ঞান এবং সঠিক সরঞ্জামের প্রয়োজন। আর তা না হলেই যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড়সড় বিপদ।
সূত্র : nzherald.co.nz
।