বিশ্বজমিন
লিবিয়ায় শুধু লাশ আর লাশ, নিখোঁজ ১০,০০০
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৫ অপরাহ্ন

ভয়াবহ বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডারনা বিরানভূমিতে পরিণত হয়েছে। মঙ্গলবারের ওই বন্যায় কমপক্ষে ৫৩০০ মানুষ মারা গেছেন। তার চেয়েও ভয়ের কথা হলো, নিখোঁজ রয়েছেন ১০ হাজার মানুষ। এসব মানুষের ভাগ্যে কি ঘটেছে কেউই বলতে পারছেন না। বিভিন্ন ড্যাম ভেঙে বন্যার পানি প্রবেশ করে ওই এলাকায়। এতে এক প্রলয় সৃষ্টি হয়। লিবিয়ার পূর্বাঞ্চলীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবু লামোসা রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বলেছেন, সেখানে নিহতের সংখ্যা কমপক্ষে ৫৩০০। ভূমধ্যসাগরীয় ঝড় ডানিয়েল পুরো এলাকাকে মৃত্যুপুরী বানিয়ে ফেলেছে। এমনিতেই দেশটি কমপক্ষে এক দশকের গৃহযুদ্ধ, বিশৃংখল অবস্থার কারণে বিপন্ন। তার ওপর এতবড় আঘাতে জীবনযাত্রা ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
লিবিয়া মূলত দুটি সরকারে বিভক্ত। এর পূর্বে আছে খলিফা হাফতারের সরকার। পশ্চিমে আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ফলে কোনো সমন্বিত উদ্যোগ নেই দুর্গত মানুষদের বাঁচাতে। বাইরের কোনো সাহায্য সহযোগিতাও মঙ্গলবার পর্যন্ত পৌঁছেনি সেখানে। ওদিকে ঝড়, বন্যায় বিধ্বস্ত লোকালয়ে যারা বেঁচে আছেন, তারা জীবন বাঁচাতে আহাজারি করছেন। উপকূলীয় শহরটির কোনো রাস্তাই অবশিষ্ট নেই। হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, নাহয় ধ্বংস হয়ে গেছে। টিভির ফুটেজে দেখা গেছে, একটি হাসপাতালের প্রাঙ্গণে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে কয়েক ডজন মৃতদেহ। আরেকটি ছবিতে দেখা যায়, মৃতদেহ দাফন করতে খোঁড়া হচ্ছে গণকবর। কমপক্ষে ১৫০০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দাফন করা হয়েছে অর্ধেককে।
রেড ক্রসের লিবিয়া বিষয়ক দূত তামের রামাদান বলেছেন, নিহতের সংখ্যা অনেক হবে। কয়েক হাজার হতে পারে। জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তিউনিসিয়া থেকে বলেছেন, এখনও নিখোঁজ আছেন ১০ হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ৪০ হাজার। মরক্কোর মতোই মর্মন্তুদ পরিস্থিতি লিবিয়ায়।