রাজনীতি
গণতন্ত্র মঞ্চের নেতাদের যে নির্দেশনা দিলেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০০ অপরাহ্ন

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাত ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারা। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এসময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। রাজনৈতিক কথা বলার মত অবস্থায় নাই। আমরা কথা বলেছি, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তাকে জানিয়েছি- আমরা এক দফার আন্দোলন করছি। সামনের মাসে জোরদার আন্দোলন করবো এটা বলেছি। উনি বলেছেন, আপনারা যারা বাইরে আছেন তারা সবাই মিলে আন্দোলন করেন। আমি দেখতে চাই আপনারা আন্দোলন করছেন, আন্দোলনটা করতে হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, উনি আরেকটা কথা বলেছেন দেশকে বাঁচাতে হলে এই আন্দোলনটা করতে হবে, দেশকে রক্ষা করতে এই আন্দোলনে বিজয়ী হতে হবে।
এর আগে গণতন্ত্র মঞ্চের যেসব নেতা খালেদা জিয়াকে দেখতে যান তারা হলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম।
উল্লেখ্য, গত ৯ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
পাঠকের মতামত
আল্লাহ উনার উপর তার খাছ রহমত বর্ষণ করে সাফায়ে কামলা দান করুন, নেক হায়াত দান করুন এবং পুনরায় দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দান করুন। আমিন
Allah Begum Khaleda Zia k nek hayat dan koruk Amin.
আল্লাহ তুমি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।
আল্লাহ তুমি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমিন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গনতন্ত্রের পথ প্রদর্শক যার কাছে গনতান্ত্রিক বাংলাদেশের মূল্য হাজার গুন বেশি
আল্লাহ তাআলা জেন খালেদা জিয়া কে সুস্থতা কামনা করে আমি ও বি এন পি ছাপোটার
আল্লাহর কাছে দোয়া করি খালেদা জিয়া বেঁচে থাকতে যেন আওয়ামী লীগের পরাজয় হয়।
জুলুম কারীর ধ্বংস অনিবার্য
আল্লাহ উনার উপর তার খাছ রহমত বর্ষণ করে সাফায়ে কামলা দান করুন, নেক হায়াত দান করুন এবং পুনরায় দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দান করুন। আমিন
এটা খুবই ভালো পদক্ষেপ যে প্রকৃত গণতন্ত্র ও ভোটের সংগ্রামীরা গণতন্ত্রের জননীর সাথে দেখা করছে। বিএনপির উচিত জনগণকে বলার নীতি পরিবর্তন করা যে তারেক জিয়া তাদের নেতা। বেগম জিয়াকে মানুষ ভালোবাসে। বিএনপিকে বলা উচিত তারা হাসপাতালের বিছানা থেকে বেগম জিয়ার নির্দেশে লড়াই করছে।
দেশকে মুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প কিছুই নাই।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]