দেশ বিদেশ
ডেঙ্গু সচেতনতায় বিএনপি’র লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবাররাজধানীতে ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে বিএনপি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ড্যাব নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে ও আশেপাশের ব্যবসায়ী, সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। একই সময় রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও বিগত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সন্ধ্যায় শাহজাহানপুর এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এদিকে ১৩ই সেপ্টেম্বর বিকাল তিনটায় মিরপুর ১১নং সেকশনের ঢালের ওপর বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকাল সাড়ে ৩টায় খিলগাঁও বৌদ্ধ মন্দিরের সামনে লিফলেট বিতরণ করবেন মির্জা আব্বাস। আগামীকাল ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর কদমতলীসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করবে বিএনপি। এসব কর্মসূচিতে দলটির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।