দেশ বিদেশ
তারা আরও একটা এক/এগারোর সরকারের জন্য কাজ করছে- কামরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবারআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম, এমপি বলেন, তারেক ও জোবাইদার মামলার বিচার শুরু হওয়ার পর থেকেই বিএনপি’র আইনজীবীরা হট্টগোল করে আদালত চত্বরে কী অবস্থা সৃষ্টি করছে তা সবাই দেখছেন। তিনি বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে সরকার কোনো মামলা করে নাই। শ্রমিকরা মামলা করেছেন। অথচ বিভিন্ন দেশের নোবেল বিজয়ীরা হস্তক্ষেপ করেছেন। এটা একটা দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা মামলা স্থগিতের কথা বলতে পারেন না। তারা বলতে পারতেন, ইউনূস যেন ন্যায়বিচার পান। তারা আইনি লড়াইয়ের জন্য এ দেশে আইনজীবী পাঠাতে পারতেন।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে জয়বাংলা ঐক্যমঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহু নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু ড. ইউনূস নিয়ে কেন এত আগ্রহ- এমন প্রশ্ন করেন সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, তারা আরও একটা এক/এগারোর সরকারের জন্য কাজ করছে। তাদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশকারীরাও আছে।