বিশ্বজমিন
বিশ্বের সবচেয়ে বড় আর মোটা ঠোঁট!
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

বলতে পারেন বিশ্বে সবচেয়ে পুরু ও বড় ঠোঁটের অধিকারী কে! ২৫ বছর বয়সী যুবতী আন্দ্রেয়া ইভানোভা দাবি করেছেন তিনিই এই বিশেষণের অধিকারী। তিনি সার্জারি করিয়ে নিজের ঠোঁটকে এত পুরু আর মোটা করেছেন যে কোনটা মুখ আর কোনটা মুখমণ্ডল তা বোঝা খুব কঠিন। ভেবেছিলেন ঠোঁট এত পুরু করে চুটিয়ে প্রেম করবেন। তার পিছু পিছু ঘুরবে প্রেমিকরা। কিন্তু তিনি এক্ষেত্রে দেখতে পেলেন সমস্যা। কারণ, যখনই ডেটিংয়ে যান, প্রেমিকরা তার ওই ঠোঁটে ঠোঁট মেশাতে যান, তখন তিনি ভীত হয়ে ওঠেন। এমনকি প্রেমিকও ইতস্তত বোধ করেন। ফলে তার প্রেম খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি ১৬০০ পাউন্ড খরচ করেছেন এই ঠোঁটের পিছনে। তাতেই তিনি মনে করছেন বিশ্বের সবচেয়ে পুরু ও মোটা ঠোঁটের অধিকারী তিনি।

টিভি শো ‘দ্য ব্যাচেলরে’ তিনি ডেটিংয়ে উপস্থিত হন। বলেন, আমি আসলে ওই শোতে অংশ নিতে চাই। কারণ আমি চাই অনেক বেশি জনপ্রিয়তা। সম্ভবত আরও বেশি ভালবাসা চাই। আমার অনেক ভক্ত আছেন। আমি আমার ঠোঁটের জাদু দেখাতে চাই। অন্য মেয়েরা আমাকে দেখে হিংসায় জ্বলে যেতে পারেন। আন্দ্রেয়া ইভানোভার বাড়ি বুলগেরিয়ায়। তিনি ঠোঁটের এই আকার ধারণ করার জন্য যেন উন্মাদ হয়ে গেছেন। আর খুঁজছেন প্রকৃত ভালবাসা। কেউ যদি তার সঙ্গে বেশিক্ষণ অবস্থান করতে অস্বস্তি বোধ করেন, তাহলে তাকে এড়িয়ে চলেন তিনি। তার ভাষায়, এতে আমার খারাপ লাগে। অপরাধী মনে হয়। তখন আমি নতুন পার্টনার খুঁজি।