ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ছাত্রলীগ নেতাদের পুলিশি নির্যাতনের ঘটনার শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২২ অপরাহ্ন

mzamin

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতার ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম একযুক্ত বিবৃতিতে এ দাবি জানান। 

বিবৃতিতে ঢাবি ছাত্রদল নেতাদ্বয় বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অন্যতম রক্ষাকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ (এডিসি হারুন) ফ্যাসিবাদের দুই ফুট সোলজার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবি'র শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে নিয়ে বেধড়ক মারধর করে দাঁত ভেঙ্গে ফেলেছে।
বিগত পনের বছর ধরে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কয়েম করেছে। ছাত্রদলসহ সকল বিরোধী ছাত্রসংগঠন এবং সাধারণ ছাত্রদের নির্মম নির্যাতন করেছে। নির্যাতিত, মুমূর্ষু ছাত্রদের পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাদেরকে গায়েবি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে এনে আবার নির্যাতন করেছে। বিরোধী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপরে অমানবিক পুলিশি নির্যাতনের ঘটনাগুলোতে বুনো উল্লাস করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ বাহিনী যখন ভোটডাকাতির দায়িত্ব নিয়েছে, তখন রাজনীতি ছেড়ে ছাত্রলীগের নেতারা টেন্ডারবাণিজ্য প্রশ্নফাঁস এবং চাঁদাবাজিতে ব্যস্ত হয়েছে। আজ তাদের দুজন কেন্দ্রীয় নেতা পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পরেও ছাত্রলীগের কেউ কোনো প্রতিবাদ জানাতে সক্ষম হয়নি। এতেই বুঝা যায়, ছাত্রলীগ এখন নীতি-আদর্শহীন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। একজন নিম্ন পদস্থ পুলিশ কর্মকর্তার ভয়ে সমগ্র বাংলাদেশের ছাত্রলীগ তটস্থ।

বিজ্ঞাপন
ওই পুলিশ কর্মকর্তা যাবজ্জীবন কারাদন্ডযোগ্য অপরাধ করার পরেও ছাত্রলীগের পক্ষ থেকে আইনগত কোন ব্যবস্থা নেয়ার ন্যূনতম সাহস ছাত্রলীগের নেতারা দেখাতে পারেনি। তারাও জানে যে, পুলিশের সঙ্গে মিলেমিশে পুলিশি রাষ্ট্রে তারা যে মাৎস্যন্যায় প্রতিষ্ঠা করেছে তাতে তাদেরও বিচার পাওয়ার কোন সুযোগ অবশিষ্ট নাই।

অতীতে পুলিশ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদের কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। ছাত্রলীগের হামলার ভয়ে সাধারণ শিক্ষার্থীরা এখন ছাত্রলীগের কোনো নেতাকে নির্যাতনের প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছে। পুলিশের অনুগ্রহ ভিক্ষা করে ছাত্রলীগের শীর্ষ নেতাদের রাজনীতিতে টিকে থাকার অভিলাষের কারণে এখন পথেঘাটে ছাত্রনেতাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছে। নিজেদের কেন্দ্রীয় নেতাদের নির্যাতনকারী এক অফিসারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে ছাত্ররাজনীতির ইতিহাসে ছাত্রলীগ কলঙ্ক লেপন করেছে।

ছাত্রলীগের মতো একটি পুরনো ছাত্রসংগঠনের এহেন অমর্যাদাকর অবস্থানের কারণে নিন্দা ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। নেতৃদ্বয় একইসঙ্গে দুজন ছাত্রলীগ নেতাকে নির্যাতনসহ অতীতের সকল পুলিশি নির্যাতনের দায়ে এডিসি হারুনকে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মানুষ মানুষের জন্য। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে আইন আছে এভাবে নির্মম নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায়না। আশা করি এমন ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

সফিকুল ইসলাম
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৭:০৭ অপরাহ্ন

The democracy should be go like this way ,we welcome the humanity & democratic politics of satrodol . I hope this time satrolig & all other political parties will learn from satrodol as a example...

Nannu chowhan
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৬:৪০ অপরাহ্ন

BNP যে একটা ভদ্র মানুষের দল, BNP একটা গণ মানুষের দল এই প্রতিবাদ তারই প্রমাণ। তাই ছাত্রলীগের উচিৎ তওবা করে ছাত্রদলে যোগ দেওয়া।

Faiz Ahmed
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৪:২১ অপরাহ্ন

এই পুলিশকর্মকর্তার বিচার চাই এর আগেও সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখেছি এরা পুলিশ নামের কলঙ্ক এরা পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে এদের বহিষ্কারের দাবি জানাচ্ছি

মোঃ বিল্লাল হোসেন
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:০০ অপরাহ্ন

এই যে ১৫ টি বছর থেকে যারা পিঠিয়েছে, পুলিশ দিয়ে পিঠাইয়েছে, গুলি করিয়েছে, গুম করিয়েছে। - আজ লাঠিটা একটু নিজেদের দিকে ঘুরতেই আপনাদের দরদ এতো উথলে উঠলো কেন?

নিহাল
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:০৭ পূর্বাহ্ন

পুলিশ ছাত্রলীগ এখন ভাই ভাই পুলিশ ভাই ছাত্রলীগ ভাইকে একটু আদর করেছে।

জিয়া
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:০৫ পূর্বাহ্ন

ছাত্রলীগের তাদের কে পুলিশ পিটিয়েছে বলে ছাত্র দল পুলিশের শাস্তি দাবি করেছেন। যখন ছাত্র দলের কাউকে পুলিশ পিটায় ছাত্রলীগ কোন বিবৃতি দিতে আমার পঁয়তাল্লিশ বছরের মধ্যে দেখেছি বলে মনে হয় না।

রফিক
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status