ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

বিএনপি নেতা বাদশাকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৭:০৯ অপরাহ্ন

mzamin

দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশাকে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার এই আদেশ দেন দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালত এর বিচারক মো. জুলফিকার উল্লাহ।  জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, গত ১৯শে জুলাই দিনাজপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাসে করে লোকজন আসছিলো। তখন সরকারদলীয় নেতাকর্মীরা ঠাকুরগাঁও-দিনাজপুর রোডের বাঁশের হাট এলাকায় বাস থামিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর করে। এসময় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করেন। বাঁশের হাট ১নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হওয়ায় পুলিশ আনিসুর রহমানকেও আসামি করেন। অথচ যখন মারামারি হয় তখন আনিসুর রহমান আর আমি একসাথে মঞ্চে ছিলাম। আনিসুর রহমান দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

তিনি জানান, এই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status