ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ভুয়া প্রচারণা প্রকল্প সরকারের দেউলিয়াত্বের প্রমাণ: রব

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন

mzamin

অন্তত ৬০ টি দেশীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটে প্রকাশিত ৭০০ টিরও বেশি ভুয়া নিবন্ধে  সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার গোপন প্রকল্প প্রকাশিত হয়ে পড়ায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের মিথ্যাচারের নতুন মাত্রা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি  আ স ম আবদুর রব। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভাড়া করা অস্তিত্বহীন বিশেষজ্ঞদের নিয়ে ভুয়া এজেন্ডা কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য জাতীয় স্বার্থকে কুক্ষিগত করে ‘বিবেক’, ‘আত্মসম্মানবোধ’ এবং ‘লজ্জা’ বিসর্জন  দেয়ার এহেন উদাহরণ বিশ্বে বিরল। এতে প্রমাণ হয় সরকার কত আত্মবিশ্বাসহীন ও দেউলিয়া। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও লজ্জাহীনতার দায় সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করে শত শত নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু এএফপি’র এক তদন্তে দেখা গেছে যে, এসব নিবন্ধের লেখকদের বড় একটি অংশই ভুয়া। তাদের ছবিগুলো জাল এবং পরিচয়ও বেশ সন্দেহজনক। বার্তা সংস্থাটির মতে, এসব লেখকের অনেকের কোনো অস্তিত্বই নেই। অথচ তারা স্বাধীন বিশেষজ্ঞ পরিচয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সরকারের নীতিগুলোর প্রশংসা করে চলেছেন। অজানা ও অজ্ঞাত লেখকদের দ্বারা এহেন অবিচ্ছিন্ন ও লাগাতার মিথ্যা প্রচারণার উদ্দেশ্য ভোটবিহীন অবৈধ সরকারকে বিশ্বে রোল মডেলের আসনে প্রদর্শন করা।

বিজ্ঞাপন
এসব কতো নিম্নমানের মিথ্যাচার এবং আত্মঘাতী পরিকল্পনা-তা উপলব্ধি করার সক্ষমতাও এই সরকারের নেই। এই ধরনের জঘন্য ও নীতি গর্হিত কাজ থেকে  সরকারকে বিরত থাকার আহবান জানান তিনি। 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status