ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বুধবার ঢাকায় আসছে আইএমএফ মিশন

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৪০ অপরাহ্ন

বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক (সামষ্টিক অর্থনীতি) রিস্ক সহ ফিসক্যাল রিস্ক বিশ্লেষণ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি মিশন ১৫ দিনের সফরে বাংলাদেশে আসছে। এ সময় বাংলাদেশের ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, রিসেন্ট অ্যান্ড এক্সপেক্টেড ট্রেন্ডস ইন এক্সটার্নাল নন-কনসেশনাল বরোয়িংয়ের তথ্য পর্যালোচনা সহ সরকারি ঋণের ঝুঁকি নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার শর্তের সঙ্গে সংস্থাটির এই টেকনিক্যাল অ্যাসিসটেন্স (টিএ) মিশন সফরের কোনো সম্পর্ক নেই। এটি একটি নিয়মিত মিশন। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে বাংলাদেশ আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার আশা করছে। তার আগে ঋণের শর্ত বাস্তবায়ন যাচাই করতে আগামী ৪ঠা অক্টোবর রিভিউ মিশন আসবে।

আগামী ৬ই সেপ্টেম্বর থেকে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে আইএমএফের এই টেকনিক্যাল অ্যাসিসটেন্স (টিএ) মিশন।

এই সময়ে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক রিস্ক অ্যানালাইসিস, ডেট সাসটেইনেবিলিটি অ্যানালাইসিস এবং মিডিয়াম টার্ম ম্যাক্রোইকোনোমিক পলিসি স্টেটমেন্ট (এমটিএমপিএস)-এ ম্যাক্রোইকোনমিক ও ফিসক্যাল আউটলুকে চিহ্নিত ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবে এই মিশন।

আইএমএফ মিশনের আসন্ন এই সফর উপলক্ষে প্রস্তুতি নেয়া শুরু করেছে অর্থ বিভাগ। প্রয়োজনীয় তথ্যাদি ও সহায়তার জন্য ২৮শে আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দিতে বলেছে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ।

সফরের প্রথম দুইদিন অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করবে আইএমএফ। এরমধ্যে বাংলাদেশের ফিসক্যাল রিস্ক ম্যানেজমেন্টের লিগ্যাল ও ইনস্টিটিউশনাল সেটিং এবং স্টেট ওন এন্টারপ্রাইজেসগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, স্টেট ওন এন্টারপ্রাইজেস (এসওইএস) নিয়ে আইএমএফ অনেক তথ্যই জানতে চাইবে। যেমন- স্টেট ওন এন্টারপ্রাইজেসগুলোর গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কেমন, এসওইএসগুলোর কন্ট্রোল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ওভারসাইটস, পাবলিক সার্ভিস অবলিগেশনস অব এসওইএস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ও এসওইএস এবং ট্র্যাক রেকর্ড অব ডেট সার্ভিস পেমেন্ট অবলিগেশনস নিয়ে আলোচনা হবে।

তারা জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের কোনো ফিসক্যাল রিস্ক তৈরি হচ্ছে কি-না, তাও পর্যালোচনা করবে আইএমএফ। পিপিপি রিলেটেড ফার্ম অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস বিশ্লেষণ করবে এই মিশন।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলোকে দেয়া সরকারের গ্যারান্টি ও ঋণের ব্যবস্থাপনা বিশ্লেষণ করবে আইএমএফ টিম। এরমধ্যে কারেন্ট স্টক অব গ্যারান্টিস, বিনিফিশিয়ারিজ, আউটস্ট্যান্ডিং গ্যারান্টিস, সার্ভিসিং অব গ্যারান্টেড ডেট এবং আগামী তিন অর্থবছরে কী পরিমাণ গ্যারান্টি দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, তা পর্যালোচনা করবে।

বিজ্ঞাপন
পাশাপাশি গ্যারান্টেড ডেট সার্ভিসিংয়ের জন্য বাজেটে কোন ধরনের প্রভিশন রাখা হয়েছে, তা যাচাই করে ঝুঁকি নির্ধারণ করা হবে।

সেইসঙ্গে, স্টেট ওন এন্টারপ্রাইজেস এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ, স্টক অব ডেট, প্রাইসিং, রিকভারি এবং আগামী তিন বছরের প্রজেক্টেড ডেট সার্ভিসের তথ্য যাচাই করবে আইএমএফ।

সফরকালে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ম্যাক্রোইকোনোমি ও ফিসক্যাল ম্যানেজমেন্টে কোন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, তাও বিশ্লেষণ করবে আইএমএফ। দেশের অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব, রাজস্ব আদায়ের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাবসহ দুর্যোগ মোকাবিলায় সরকারকে বাজেট থেকে কী পরিমাণ আর্থিক সহায়তা দিতে হয়, তা বিশ্লেষণ করবে আইএমএফ।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status