ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ-থাইল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সম্ভাবনা

অর্থনৈতিক রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৯:৪৯ অপরাহ্ন

mzamin

এশিয়ার আঞ্চলিক সংযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও থাইল্যান্ড তাদের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় খুঁজে চলেছে। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও টেকসই উন্নয়নের মতো বিভিন্ন খাতে দুই দেশ পারস্পরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে।

এই লক্ষ্যে, থাইল্যান্ড উইক ২০২৫ এই সপ্তাহে ঢাকায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক প্রেস কনফারেন্স ও উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে উভয় দেশের ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা ব্যবসায়িক সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

গত এক দশকে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, ব্যবসায়ী প্রতিনিধিরা মনে করছেন, এখনো অনেক সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো হয়নি।

প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস ও গ্রিন টেক্সটাইলস এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র পরিচালক মো. তানভীর আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ ও থাইল্যান্ডকে এখন নীতিগত আলোচনার বাইরেও এগিয়ে যেতে হবে। ব্যবসায়ীদের মধ্যকার যৌথ উদ্যোগ, জ্ঞান বিনিময় এবং অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “থাই বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে অপেক্ষা করছে দক্ষ ও তরুণ জনশক্তি এবং ক্রমবর্ধমান ভোক্তা বাজার। অপরদিকে, বাংলাদেশি উদ্যোক্তারা থাইল্যান্ডের উন্নত প্রযুক্তি ও লজিস্টিক সুবিধা থেকে উপকৃত হতে পারে।”

তার বক্তব্য উপস্থিত উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং খাতভিত্তিক ব্যবসায়িক পরিষদ গঠনের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করে।

প্যানেল আলোচনার সভাপতিত্ব করেন বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সভাপতি শামস মাহমুদ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, থাই দূতাবাস, ঢাকা, এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগ।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status