বিবিধ
জুলিয়েট’স ক্রিয়েশনের আয়োজনে সামার ফেস্ট
অর্থনৈতিক রিপোর্টার
২৮ আগস্ট ২০২৩, সোমবারতৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জুলিয়েট’স ক্রিয়েশনের সামার ফেস্ট। ধানমণ্ডি-৭ এর অরচার্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজ মেলার শেষদিন। শুক্রবার মেলার উদ্বোধন করেন অভিনেত্রী অপু বিশ্বাস। মেলা পরিদর্শন শেষে তিনি উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। মেলার দ্বিতীয় দিন বিশেষ অতিথি ছিলেন ‘সুরঙ্গ’ চলচ্চিত্রের অভিনেত্রী ‘তমা মির্জা’।
মেলা পরিদর্শনসহ তিনিও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। জুলিয়েট’স ক্রিয়েশনের ‘সামার ফেস্ট-২০২৩’ এ রয়েছে সত্তরের বেশি ব্রান্ডের স্টল। পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের শাড়ি, থ্রি পিস, বোরকা, হিজাব, কুর্তি, চামড়ার জুতা, ব্যাগ, ঘড়ি, কসমেটিকস, হারবাল পণ্য, জুয়েলারি, পারফিউম, মেহেদী, শিশু ও পুরুষদের পোশাক ও খাবারের দোকান।
ক্রেতাদের জন্য প্রতিদিন ‘র্যাফেল ড্র’তে রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। সবাইকে অনুপ্রাণিত করতে মেলার প্রথমদিন থেকে উপস্থিত রয়েছেন বর্তমান সময়ের আলোচিত নারী উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী ‘সানভীস বাই তনি’র স্বত্বাধিকারী রুবাইয়াত ফাতিমা তনি। এ ছাড়া আরও উপস্থিত থাকছেন এ সময়ের আলোচিত ব্যক্তিবর্গ।