ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

আলোড়ন সৃষ্টি করা বারবি কালেকশন নিয়ে দেশি ফ্যাশন ব্রান্ড হারমিজন

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৩৬ পূর্বাহ্ন

mzamin

বারবির জাদু এখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্গট রবির অভিনয়ে এবং গ্রেটা গারউইগের নির্দেশনায় তৈরি বারবি সিনেমা জনগণের হৃদয় জিতে নিচ্ছে। সেই আলোড়ন উপলব্ধি করেই দেশি ফ্যাশন ব্রান্ড হারমিজন নিয়ে এসেছে বারবি কালেকশন। গোলাপি রঙের হিল যেন বারবি লুক দেয়ার জন্যও বাধ্যতামূলক। সেই চিন্তা থেকেই হারমিজন নিয়ে এসেছে গোলাপি রঙের বারবি-থিম হিলস এবং ফ্লাট স্যান্ডেল।

মুভিটি মুক্তি পাওয়ার সাথে সাথেই হারমিজন এই বারবি কালেকশন একই সাথে তাদের সব গুলো আউটলেট এবং অনলাইন স্টোরে উদ্বোধন করে। উদ্বোধনের সাথে সাথেই ‘বারবি’ কালেকশন নিয়ে ফ্যাশন সচেতন মেয়েদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায় এবং  উৎসুক জনতা হারমিজনের আউটলেট গুলোতে ভিড় করতে থাকে।

উল্লেখ্য, হারমিজন খুব অল্প সময়ের মধ্যে নিপুণ হাতের কাজ করা চমৎকার সব ডিজাইন ও আরাম দায়ক জুতার কারণে দেশব্যাপী সাড়া জাগায় এবং শুধু অনলাইনেই তাদের প্রায় ১০ লাখ গ্রাহক আছে।

হারমিজন নিয়ে রিফাতের দৃষ্টিভঙ্গি হল, সে এমন জুতার ডিজাইন তৈরি করবে যা একদিকে হবে অনন্য অপরদিকে থাকবে হস্তশিল্পের ছোয়া, একদিকে যেমন সাশ্রয়ী মূল্যের অপরদিকে আন্তর্জাতিক শীর্ষ ব্র্যান্ডের মতোই আরামদায়ক হবে। এই সাশ্রয়ী মূল্যের মধ্যে রাখার বিষয়টিই যেন হারমিজনের পণ্যগুলিকে শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরীজীবী ​​নারী পর্যন্ত বিস্তৃত গ্রাহকদের কাছে সহজসাধ্য করে তুলছে।

তাছাড়া বাংলাদেশে স্থানীয় কারিগরদের সহায়তা ও তাদের দক্ষতা উন্নত করার ব্র্যান্ডের মিশন, দেশের অর্থনীতির জন্য ভাল এবং প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলে আসা ঐতিহ্যবাহী হস্তশিল্পের কৌশল সংরক্ষণে সহায়তা করে। কোম্পানি তার কারিগরদের জন্য ন্যায্য মজুরি এবং নিরাপদ ওয়ার্কিং কন্ডিশন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, তারা তাদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি তাদের নৈপুণ্য অনুশীলন চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এই দৃষ্টিভঙ্গি যে কেবল কারিগরদেরই উপকৃত করছে, তা নয়' বরং পুরো কমিউনিটির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status