বিবিধ
ভারত-সৌদির সম্পর্ক শতাব্দীর নির্ধারক সম্পর্ক
ডা. সুহেল আজাজ খান
(১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৪৫ পূর্বাহ্ন
ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের আনন্দময় উপলক্ষে সব ভারতীয় নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও সৌদি আরবে ভারতের বন্ধুদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘকাল ধরে ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক রয়েছে। এই দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাস করা ২৪ লাখের বেশি শক্তিশালী ভারতীয় সম্প্রদায় আমাদের দুই মহান দেশের জীবন্ত সেতু। সৌদি আরবের উন্নয়ন গল্পের অবিচ্ছেদ্য অংশ এই ভারতীয় সম্প্রদায়। আমাদের এই ভারতীয় সম্প্রদায়ের সব ধরনের খোঁজ-খবর ও যত্ন নেওয়ায় আমি সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আফ্রিকার দেশ সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তা করায় জন্যও আমি সৌদি আরবকে ধন্যবাদ জানাই। অপারেশন কাবেরির মাধ্যমে সুদানে আটকা পড়া সাড়ে তিন হাজারের বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়। অভিযানে ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনী মূল ভূমিকা পালন করলেও সৌদির সব কর্মকর্তা ও সরকারি সংস্থার চমৎকার সাহায্য-সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না। স্বাধীনতার পর থেকে সৌদি আরবের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে বহুমুখী ও পারস্পরিক উপকারী কৌশলগত অংশীদারিত্বের দিকে বিকশিত হয়েছে।
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]