বিবিধ
ধর্মাবমাননার অভিযোগ: পাকিস্তানে গির্জায় ভাঙচুর, আগুন
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৪৪ পূর্বাহ্ন

ধর্মাবমাননার অভিযোগ তুলে পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদ জেলায় বুধবার একটি গির্জা তাণ্ডব চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ঘটনা হতাশা জানিয়ে লাহোর ভিত্তিক বিশপ আজাদ মার্শাল টুইটে লিখেছেন, “আমি লেখার ভাষা খুঁজে পাচ্ছি না। ফয়সালাবাদ জেলার জরানওয়ালার ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় আমরা বিশপ, পুরোহিত ও সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত। এই পোস্ট যখন লিখছি, তখনও একটি গির্জায় আগুন জ্বলছে।” কোরআন অবমাননার অভিযোগে বাইবেল অসম্মান ও খৃস্টানদেরকে নির্যাতন ও হয়রানি করা হয়েছে বলে জানান তিনি। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। ১৯৪৭ সালে সহনশীল দেশ তৈরির অভিপ্রায়ে পাকিস্তান স্বাধীন হলে সেখানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা খুব সাধারণ। ব্লাসফেমি বা ইসলাম ধর্ম অবমাননা পাকিস্তানে একটি শাস্তিযোগ্য অপরাধ। যদিও এ আইনে এখনও পর্যন্ত কারো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে এ ধরনের অভিযোগ ওঠার পর উন্মত্ত জনতার হাতে অনেকেই খুন হবার নজির রয়েছে।
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]