বিবিধ
মেসি ম্যাজিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মায়ামি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৫:১৮ অপরাহ্ন

মেজর লীগ সকারে (এমএলএস) ১১ ম্যাচ জয়হীন ইন্টার মায়ামি। রয়েছে লীগ টেবিলের তলানিতে। লিওনেল মেসি যোগ দেয়ার আগে সবশেষ জয়টি পেয়েছিল ৭ ম্যাচ আগে। দুর্দশাগ্রস্ত মায়ামির মাসিহা হয়ে আসলেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির জাদুর স্পর্শেই সব পাল্টে গেলো ক্লাবটির। প্রথমবারের মতো পৌঁছে গেলো লীগস কাপের ফাইনালে। এতে পরের মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিত হলো মায়ামির।
লিওনেল মেসি যোগ দেয়ার আগে নিজেদের শেষ ৬ ম্যাচে ৭ গোল পেয়েছিল ইন্টার মায়ামি। এতে মাত্র ১ জয় পায় ‘পিংক লেড’রা। এরপর মেসি এসেই পাল্টে দিলেন দৃশ্যপট। শেষ ৬ ম্যাচে ২১ গোল করেছে মায়ামি।
লীগস কাপের ফাইনাল এবং কনক্যাকাফের টিকিট পাওয়ায় উচ্ছ্বসিত ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। সদ্য দলটিতে যোগ দেয়া এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘দল আন্তর্জাতিক একটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। কনক্যাকাফ কাপে কোয়ালিফাই করাও আমাদের লক্ষ্য ছিল। এখন আমাদের লীগস কাপের ফাইনাল জেতার চেষ্টা করতে হবে। আমরা আত্মবিশ্বাসী, আমাদের মনোযোগ প্রতিদিন উন্নতি করার দিকে।’
লিওনেল মেসির সাবেক দুই বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবা এবং সার্জিও বুসকেটস যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। তিন বন্ধুর রসায়নে আরো শক্তিশালী হয়ে উঠেছে ‘পিংক লেড’রা। কোচ টাটা মার্টিনো বলেন, ‘দলের ওপর লিও, বুসকেটস ও আলবার যে প্রভাব, তারা তরুণ ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে। বুসকেটস বল পুনরুদ্ধার নিয়ে অনেক কাজ করছে, যেটা সতীর্থদেরও ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।’
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]