বিবিধ
‘জম্মু-কাশ্মীরের তরুণরা এগিয়ে যাচ্ছে ‘
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৩, বুধবার, ১১:৩০ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশন অর্জনে জম্মু ও কাশ্মীরের তরুণরা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ভিশন, তা পূরণে জম্মু ও কাশ্মীরের তরুণরা এগিয়ে যাচ্ছে। ভারত উন্নত দেশে পরিণত হলে সেখানে দেশের অন্যান্য রাজ্যের মতো জম্মু ও কাশ্মীরের তরুণদের সমান অবদান থাকবে। আর আমরা এই স্বপ্ন প্রতিটি তরুণের মনের মধ্যে দেখতে পাচ্ছি। ভারতের স্বাধীনতা দিবসের আগে রোববার (১৩ আগস্ট) শ্রীনগরে তিরঙ্গা সমাবেশে এসব কথা বলেন মনোজ সিনহা।
ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত বছর ‘হর ঘর তিরঙ্গা’র উদ্যোগ চালু করেন প্রধানমন্ত্রী মোদি। সেই বছর এই উদ্যোগ ছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর অঙ্গ হিসেবে। তখন দেশের সব বাড়ির ছাদে দেশের জাতীয় পতাকা লাগিয়ে রাখার কথা বলা হয়েছিল। এবারও এ উদ্যোগকে সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। চলতি বছরে এই উদ্যোগ ১৩ অগস্ট শুরু হয়ে চলবে ১৫ অগস্ট পর্যন্ত।
এর আগে রোববার সকালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানের অংশ হিসেবে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ডাল লেকের তীরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত তিরঙ্গা র্যালির পতাকা উত্তোলন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
মনোজ সিনহা বলেন, আজ জম্মু ও কাশ্মীরের আকাশ তিরাঙ্গার মতো উজ্জ্বল। কাশ্মীরের জনগণের হৃদয়কে অনুপ্রেরণায় পরিপূর্ণ করে দেওয়া আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। তিনি কাশ্মীরের সব মানুষকে একতাবদ্ধ করেছেন।
তিনি বলেন, আজ প্রতিটা তরুণ তাদের হাতে তিরঙ্গা তুলে নিচ্ছে। এই শুভক্ষণের আগ মুহূর্তে ‘মেরি মাটি মেরা দেশ’ এবং ‘হর ঘর তিরঙ্গা’-এর চেতনা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবে।
সূত্র: এএনআই