রকমারি
ভয়ঙ্কর মুহূর্ত
মিনিটের মধ্যে বিমান নামলো ১৫ হাজার ফুট নিচে
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন
উড্ডয়নকালে একটি বিমান কয়েক মিনিটের মধ্যে ১৫,০০০ ফুটেরও বেশি নিচে নেমে গিয়ে যাত্রীদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে ফেললো। FlightAware-এর মতে, আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি হঠাৎ করে মাত্র ১১ মিনিটের মধ্যে প্রায় ২০,০০০ ফুট নিচে নেমে আসে। বায়ুস্তর ভেদ করে এতো দ্রুত নিচে নামার কারণে বিমানের অভ্যন্তরের অক্সিজেন মাস্কগুলি খুলে দেওয়া হয়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৯১৬ এর ভিতরে থাকা একজন যাত্রী হ্যারিসন হোভ টুইট করে নিজের অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, মিডফ্লাইটে ব্যর্থতার জেরে এই বিপত্তি। একটা সময় পর পোড়া গন্ধ পাওয়া যায় ফ্লাইটের ভেতর থেকে। বিমান নিচে নামার সঙ্গে সঙ্গে উইং ফ্ল্যাপগুলি বেরিয়ে এসেছিল যাতে আরও অক্সিজেন মজুত থাকে। বিষয়টি খুব ভয়ঙ্কর ছিলো, পরে সব ঠিক হয়ে যায়।
বিমানটি উত্তর ক্যারোলিনার শার্লট থেকে ফ্লোরিডার গেইনসভিলে যাওয়ার ৩৯ মিনিট পর দ্রুত অবতরণ শুরু হয়। ফ্লাইট চলাকালীন সবচেয়ে বড় পতনটি হয় প্রায় ৪২ মিনিটের মাথায় এবং এটি ছয় মিনিট স্থায়ী হয়েছিল। সামগ্রিকভাবে, বিমানটি ১৮,৬০০ ফুট নিচে নেমে গিয়েছিলো।
একজন আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র ফক্স বিজনেসকে নিশ্চিত করেছেন যে ক্রুরা 'সম্ভাব্য চাপের সমস্যার ইঙ্গিত পেয়েই অবিলম্বে বিমানটিকে নিরাপদ উচ্চতায় নিয়ে যায়। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে বিমান কর্তৃপক্ষ। সেইসঙ্গে গোটা বিমানের ক্রু সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করা হয়েছে। গেইনসভিল আঞ্চলিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। উদ্বিগ্ন পরিস্থিতিতে যাত্রীদের পাশে থাকার এবং তাদের শান্ত রাখার জন্য ক্রু সদস্য এবং পাইলটদের ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।
সূত্র : metro.co.uk