ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

মাস্তুল ফাউন্ডেশনের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৩, বুধবার, ১২:৪৪ অপরাহ্ন

mzamin

মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের তৃতীয় ব্যাচ এনসিটিবি'র (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) অধীনে সফলতার সঙ্গে অসাধারণ ফলাফল অর্জন করেছে। ফলাফলটি মাস্তলের  জন্য একটি বিশাল মাইলফলক চিহ্নিত করে মাস্তুলের চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম এ অন্তর্ভুক্ত এইসকল মেধাবী শিক্ষার্থীরা সম্পূর্ণ নিষ্ঠা ও পরিশ্রমের পর পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এই চমকপ্রদ ফলাফল মাস্তুল এসএসসি পরীক্ষার্থী এবং তাদের শিক্ষকদের মধ্যে প্রতিশ্রুতি এবং দলবদ্ধভাবে প্রাপ্ত হয়েছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কৃতিত্বটি কেবল আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য । ২০২১ সাল থেকে তিন বছর ধরে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এসএসসি দিচ্ছে। আলহামদুলিল্লাহ তারা সফলতার সাথে উত্তীর্ণ হয়ে যাচ্ছে । এসকল শিক্ষার্থীরা অনেকেই দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছে যাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল । মাস্তুল ফাউন্ডেশনের চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম এমন একটি মডেল যেখানে হাজারো মেধাবী ও দরিদ্র পরিবারের  কোমলমতি শিশুরা তাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে ।

উল্লেখ, মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা এবং শেল্টারহোম যেখানে আবাসিক/অনাবাসিক মিলে শতাধিক পিতামাতাহীন/ অনাথ/ এয়াতিম শিক্ষার্থী রয়েছে । এর বাহিরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে।

বিজ্ঞাপন
এর বাহিরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ৮০০ জনকে স্বাবলম্বী করে তোলা হয়েছে। এছাড়া রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০ এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা হয়।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status