ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

“ হামদর্দ পাবলিক কলেজ আলোক উদ্ভাসিত এক বাতিঘর”

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৬:৪৫ অপরাহ্ন

হামদর্দ পাবলিক কলেজ
EIIN : 134209
১৫১/৮, গ্রিন রোড (পান্থপথ সিগন্যাল), ঢাকা-১২০৫।

প্রতিষ্ঠালগ্ন থেকে ১১ বছর ধরে শতভাগ পাশ ও ৭০% এচঅ-৫ প্রাপ্তির রেকর্ডধারী প্রতিষ্ঠান হামদর্দ পাবলিক কলেজে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে অধ্যয়নের সুযোগ !

ভর্তির ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান: ৪.০০; ব্যবসায় শিক্ষা: ৩.০০ ও মানবিক বিভাগ: ২.৫০

আসন সংখ্যা
বিজ্ঞান: ৭০০; ব্যবসায় শিক্ষা: ২০০ ও মানবিক বিভাগ: ১০০

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া 
প্রতিষ্ঠাতা, হামদর্দ পাবলিক কলেজ

লে. জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম 
আরসিডিএস, পিএসসি (অব.)
সম্মানিত সভাপতি, গভর্নিং বডি, হামদর্দ পাবলিক কলেজ

“ হামদর্দ পাবলিক কলেজ আলোক উদ্ভাসিত এক বাতিঘর”
বর্তমান সময়ের আলোচিত বিদ্যাপীঠ হামদর্দ পাবলিক কলেজ নিরবচ্ছিন্ন শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। এসএসসি পাস করার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্চমাধ্যমিক শ্রেণিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে উৎকণ্ঠা দেখা দেয়- 'তার প্রত্যাশিত কলেজ কোনটি হবে?” এমনই উৎসুক শিক্ষার্থী ও তার অভিভাবক ঘুরে আসতে পারেন হামদর্দ পাবলিক কলেজে। গৌরব ও ঐতিহ্যের ১৪তম বছরে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মুখিয়ে আছে হামদর্দ পাবলিক কলেজ।

উল্লেখ্য 'জ্ঞানে অগ্রগতি শিক্ষায় অগ্রগতি' এ মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির ধারায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশের শিক্ষা চিকিৎসা সেবার ইতিহাসে কিংবদন্তি ড. হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী অভিজাত এলাকা পান্থপথে প্রতিষ্ঠা করেন হামদর্দ পাবলিক কলেজ। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে একদল সুদক্ষ, মেধাবী, সৃজনশীল শিক্ষকদের নেতৃত্বে বিগত ১৩ বছর ধরে শতভাগ পাস এবং প্রতিষ্ঠার চতুর্থ বছরের ঢাকা শিক্ষা বোর্ডে ১৯তম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির পরিচিতি ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশে। নবীন বিদ্যার্থীদের মানবতা বোধের মন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে মুক্ত চিন্তার দ্বারা সৎ সাহসী ও সচেতন প্রজন্ম গড়ে তোলাই হামদর্দ পাবলিক কলেজের অঙ্গীকার। শুধু সার্টিফিকেট অর্জন নয় চমকপ্রদ ফলাফলের পাশাপাশি সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক গুণে বিকশিত শিক্ষার্থীরা সব সময় দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে । তারা মুক্ত চিন্তার দ্বারা আত্মশুদ্ধির পথ উন্মোচন করে হিংসা, অহংকারের ঊর্ধ্বে ব্যাক্তিত্ব পরিশীলিত করবে।
হামদর্দ পাবলিক কলেজের সাফল্যের নেপথ্যে রয়েছে গভর্নিং বডির সম্মানিত সভাপতি লে. জে. আবু তৈয়ব মো. জহিরুল আলম আরসিডিএস পিএসসি (অব.)-এর আন্তরিক প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা, রয়েছে কর্ম তৎপর ও বিদ্যানুরাগী গভর্নিং বডি, অভিভাবকগণের সহযোগিতা, অধ্যক্ষ মহোদয়ের শিক্ষক-শিক্ষার্থী বান্ধব পরিবেশ ও অদম্য কর্মসন্ধ্যানী দৃষ্টিভঙ্গির সুবাদে হামদর্দ পাবলিক কলেজ এখন দেশের এক অনন্য বিদ্যাপীঠ ।

হামদর্দ পাবলিক কলেজের সাফল্যের নেপথ্যে:
# প্রতিষ্ঠানটির সাফল্যের নেপথ্যে রয়েছে সু-শৃঙ্খল পরিবেশ ও কঠোর নিয়মানুবর্তিতা। প্রতিদিন নিয়ম মেনে সকল ৮টার মধ্যেই কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ;
# শিক্ষার্থীদের নীতি-নৈতিকতাবোধে উদ্বুদ্ধ এবং স্বদেশপ্রেমে উজ্জীবিত করতে প্রতিদিন ক্লাস কার্যক্রম আরম্ভের পূর্বে শ্রেণি শিক্ষকের উপস্থিতিতে ১০ মিনিট পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ, বিভিন্ন মনীষীদের বাণী পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়,
# কলেজের দক্ষ অধ্যক্ষের নির্দেশনায় অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অত্যন্ত মনোরম পরিবেশে পাঠদান পরিচালিত হয় এবং প্রত্যেক বিষয় শিক্ষক তাঁর নির্ধারিত লেসন প্ল্যানের ভিত্তিতে পাঠদান সম্পন্ন করেন;
# একজন গাইড শিক্ষকের তত্ত্বাবধানে কোমলমতি শিক্ষার্থীদের ফলাফল নিশ্চিতকরণ এবং অভিভাবকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, দৈনন্দিন একাডেমিক নজরদারি, বাড়ির কাজসহ ও অন্যান্য সমস্যা সমাধানে যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়;
# ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক নিরাপদ আবাসনের সু-ব্যবস্থা। ছাত্রীদের জন্য লিফট ও জেনারেটর সুবিধাসম্বলিত ৯তলা বিশিষ্ট একটি ছাত্রী হোস্টেল রয়েছে। এছাড়াও ছাত্রদের জন্য রয়েছে ৪টি হোস্টেল। আবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি রয়েছে Night Studz Class এর সু-ব্যবস্থা।
- নিয়মিত ক্লাস কার্যক্রমের পর প্রাইভেট-এর বিকল্প হিসেবে ACP(After Class Programme)- এর ব্যবস্থা;
# শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি আমাদের প্রচেষ্টা। ক্লাসে ৮০% উপস্থিত না থাকলে কলেজের কোন পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে দেয়া হয়না। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য রয়েছে ১০০% Attendance Award;
# শক্ষার্থীদের নেতৃত্বগুণ, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিক্ষা-সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে বিজ্ঞান, বিজনেস, আইটি, ল্যাঙ্গুয়েজ, সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, মেডিটেশন, সমাজ কল্যাণ ও ডিবেট ক্লাবসহ মোট ১৬টি ক্লাব;
# শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশের জন্য রয়েছে অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাব ও উন্নত ক্যাফেটেরিয়া, শিক্ষার্থীর আধুনিক বিজ্ঞানমনস্ক, সৃজনশীল চিন্তা চেতনাকে বিকশিত করার লক্ষে বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড কার্যক্রম পরিচালিত হয়;
# শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা

 

 

 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status