তথ্য প্রযুক্তি
দেশের বাজারে ওয়েভ বিট মডেলের স্মার্টওয়াচ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৩, রবিবার, ৮:১৯ অপরাহ্ন

অডিও ওয়ার্যাবল ব্র্যান্ড বোট এর চমৎকার ফিচার সম্বলিত ওয়েভ বিট মডেলের স্মার্টওয়াচ দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ।স্মার্টওয়াচটিতে ১.৬৯ ইঞ্চি’র এইচডি ডিস্প্লে রয়েছে, ফলে ঘড়িটি ব্যবহারে ব্যবহারকারীরা দুর্দান্ত ভিউয়িং এক্সপেরিয়েন্স পাবে। ২২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার স্মার্টওয়াচটি একবার ফুল চার্জ করলে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক-আপ নিশ্চিত করবে। ১ বছরের অফিসিয়াল ব্রান্ড ওয়ারেন্টিসহ ঘড়িটি মাত্র ২,৪৯৯ টাকায় দেশব্যাপী সব রিটেইলে এভেইলেবেল রয়েছে। এছাড়াও আরও ৫ টি মডেলের স্মার্টওয়াচ লঞ্চ করেছে বোট। যেগুলো হলোঃ ২,৫৯৯ টাকায় ওয়েভ লাইট, ২,৯৯৯ টাকায় ওয়েভ কল, ৩,৪৯৯ টাকায় স্টর্ম কল ৩,৯৯৯ টাকায় ওয়েভ স্ট্রাইড ভয়েস এবং ৫,৯৯৯ টাকায় এক্সটেন্ড প্রো।
ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা এ সময়ের তরুণদের কথা মাথায় রেখে ডিজিটাল লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছি। বোট এর আকর্ষণীয় ফিচারের বিভিন্ন মডেলের এসব ডিজিটাল লাইফস্টাইল গ্যাজেটে থাকছে টপ নচ টেকনোলজি, যা ব্যবহারে তরুণদের লাইফস্টাইল গ্যাজেট নির্ভর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এই আয়োজনে ১ বছরের ব্রান্ড ওয়ারেন্টি সহ আকর্ষণীয় সব ফিচারের সমন্বয়ে বোট এর ১৭টি এক্সক্লুসিভ স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট দেশের বাজারে সকল রিটেইল চ্যানেল ও অনলাইনে এভেইলেবেল রয়েছে। যার মধ্যে শুধু ৪,৪৯৯ টাকায় নয়েস ক্যান্সেলেশন ইয়ারবাডস, ২,৯৯৯ টাকায় ওভারহেড হেডফোন, ১,৯৯৯ টাকায় ১৪ ওয়াট পোর্টেবল ওয়্যারলেস স্পিকার ও শুধু ৪৯৯ টাকায় ইন ইয়ার হেডফোন উল্লেখযোগ্য।
মন্তব্য করুন
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]