বিবিধ
৩৭০ ধারা বাতিল জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের ইতি ঘটিয়েছে: গুলাম নবী আজাদ
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৩, শনিবার, ২:০৫ অপরাহ্ন

জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ সেখানে সন্ত্রাসবাদ এবং ঢিল ছোড়াছুড়ির অবসান ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির সভাপতি গুলাম নবী আজাদ।
তিনি বলেছেন, ৩৭০ ধারা বাতিলের মতো অনেক জিনিসই কেন্দ্রের করা উচিত ছিল না। এই ধারা বাতিল এখানকার মানুষের স্বার্থে ছিল না; যদিও একটি জিনিস নিশ্চিত, আর সেটি হলো এই ধারা বাতিল সন্ত্রাসবাদ এবং পাথর নিক্ষেপের অবসান ঘটিয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে যে ঘটনা ঘটেছে তা উদ্বেগের বিষয়। সন্ত্রাসের কার্যক্রম কারও স্বার্থের বিষয় নয়।
রাজৌরিতে সন্ত্রাসী কার্যক্রমের ঘটনায় ব্যাপক অনুসন্ধান অভিযান অব্যাহত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। কর্মকর্তারা বলছেন, রাজৌরির কান্দি এলাকায় সন্ত্রাসীদের ধরতে অনুসন্ধান অভিযান চলমান রয়েছে।
গত ৫ই মে জম্মু ও কাশ্মীরের রাজৌরির কান্দি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে পাঁচ সেনা প্রাণ হারিয়েছিলেন। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ‘অপারেশন ত্রিনেত্র’ এর সময় ওই পাঁচ সেনা নিহত হয়েছিলেন।
সূত্র: এএনআই