বিনোদন
অস্ট্রেলিয়ায় ‘প্রিয়তমা’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৩, শনিবার
মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে শাকিব খানের ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি আজ সিডনির হোয়েটস ব্যাংকস টাউন সিনেমা হলে প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দু’টি শো হতে যাচ্ছে। আজ সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকস টাউন সিনেমা হলে চলবে ‘প্রিয়তমা’। অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে এই ছবি।