বিবিধ
গণিত-ইংরেজির ভয় জয় করাবে ‘প্র্যাকটিস পণ্ডিত’
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২ আগস্ট ২০২৩, বুধবার, ৯:১৫ অপরাহ্ন
শিশুদের গণিত ও ইংরেজির ভয়কে জয় করতে ‘প্র্যাকটিস পণ্ডিত’ নামে কুইজ চ্যালেঞ্জ নিয়ে এসেছে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘চলপড়ি’। আগামী ৬ই আগস্ট থেকে শুরু হওয়া এ চ্যালেঞ্জে বিনামূল্যে অংশ নিতে পারবে দেশের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।
১০টি কুইজের এ অনলাইন চ্যালেঞ্জ শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির দক্ষতা যাচাই এবং পাঠের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের ধারণা দিতে সাহায্য করবে।
‘প্র্যাকটিস পণ্ডিত’ চ্যালেঞ্জের উদ্যোগ সম্পর্কে চলপড়ির প্রতিষ্ঠাতা জেরীন মাহমুদ হোসেন বলেন, চলপড়িতে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী অপার সম্ভাবনার অধিকারী এবং সুযোগ পেলে তারা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার ক্ষমতা রাখে। আমাদের ইন্টারেকটিভ, আন্তর্জাতিক মানের প্র্যাকটিস সেটের সাহায্যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ করতে পারবে এবং তাদের মধ্যে আরও ভালো করার তাগিদ তৈরি হবে। কারণ আমরা বিশ্বাস করি, প্র্যাকটিসেই তৈরি হয় পণ্ডিত।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এ চ্যালেঞ্জের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে থাকবে চলপড়ির বিভিন্ন অ্যানিমেটেড ক্যারেক্টার, যা তাদের শেখাকে করবে আনন্দময় ও ফলপ্রসূ। অভিজ্ঞ এডুকেটরদের তৈরি করা চলপড়ির লেসন ও প্র্যাকটিস সেটগুলো যেমন শিক্ষামলূক, তেমনই শেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে তুলতে সহায়ক। প্র্যাকটিস পণ্ডিত চ্যালেঞ্জ চলপড়ি ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত থাকবে।