রকমারি
দীর্ঘ জীবনের গোপন রহস্য ফাঁস করলেন ১০১ বছরের নারী
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২ আগস্ট ২০২৩, বুধবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন

দুবাইতে ভারতীয় বংশোদ্ভূত একজন কানাডিয়ান প্রবাসী ৩১ জুলাই ১০১ বছরে পা দিলেন। নিভা চ্যাটার্জি নামের ওই প্রবীণা তাঁর দীর্ঘ জীবনের রহস্য ফাঁস করেছেন। তাঁকে সবাই আদর করে দিদা বলে ডাকে। নিভা চ্যাটার্জি গালফ নিউজকে জানিয়েছেন - ''আমি ভাল খাই এবং আমার মধ্যে রসবোধ আছে। "বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে ১০১ লেখা মোমবাতিতে ফুঁ দিয়ে এবং কেক কেটে জন্মদিন পালন করলেন এই বৃদ্ধা । দীর্ঘ জীবনে অনেক ওঠা পড়া , সুখ দুঃখের সাক্ষী থেকেছেন নিভা চ্যাটার্জি। এক চোখে এখন ভালো দেখতে পান না তিনি। তা সত্ত্বেও প্রাণশক্তিতে ভরপুর এই বৃদ্ধা গালফ নিউজকে বলেছেন ,'' আমার সকাল শুরু হয় দুবাইয়ের সূর্যোদয় দেখে। আমার স্বাস্থ্য এখনো ঠিক আছে।
''মহামারি চলাকালীন দুই বছর আগে তিনি দুবাইয়ে আসেন। কিন্তু সময়টা ভালো ছিল না।
তিন দশক আগে কলকাতার একজন সুপরিচিত ডাক্তার তথা তার প্রয়াত স্বামী ডা. সন্তোষ চ্যাটার্জির সাথে মন্ট্রিলে চলে এসেছিলেন তিনি। নিভা চ্যাটার্জির নাতি জানাচ্ছেন , তার মা, যিনি চ্যাটার্জি দম্পতির একমাত্র কন্যা ছিলেন এবং মন্ট্রিলে নিজের মায়ের যত্ন নিতেন, ২০২০ সালের মে মাসে মারা যান। কিন্তু কোভিড-১৯ দিদার জীবন কেড়ে নিতে পারেনি। এই সবের মধ্যেই তিনি মন্ট্রিল থেকে দুবাই চলে আসেন । ১০০ তম জন্মদিন পালনের সময় রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে একটি অভিনন্দন চিঠিও পেয়েছেন এই প্রবীণা । দিদা কলকাতায় ফেলে আসা দিনগুলিকে এখনো মনে করেন , সেই মধুর স্মৃতি আজ তাঁকে নাড়া দেয়। শতবর্ষী হিসাবে নিভা চ্যাটার্জির বেঁচে থাকার একমাত্র মন্ত্র - "পজিটিভ থাকুন এবং আরও বেশি হাসুন।"
সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত
Right
"পজেটিভ থাকুন এবং আরো বেশি হাসুন"। শতবর্ষী নিভা চ্যাটার্জীর একমাত্র মন্ত্র। 101 বছরের নারী।। দুবাইয়ে থাকেন। কলকাতার বাসিন্দা। ৩১ বছর পর নাহয় দেখব।