ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

১২তম জন্মদিনেই অবসরের পরিকল্পনা

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৩১ জুলাই ২০২৩, সোমবার, ৪:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন

mzamin

আমাদের মতো বেশিরভাগ মানুষই একটি নিখুঁত অবসর জীবনযাপনের জন্য অল্প বয়সে কঠোর পরিশ্রম করে। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে ভাগ্য একটু বেশিই সুপ্রসন্ন। তাই হয়তো একজন ১১ বছরের কোটিপতি তার ১২তম জন্মদিনের পার্টিতে অবসরের পরিকল্পনা নিয়ে ফেলেছে।

এই তরুণ কোটিপতি বর্তমানে প্রতি মাসে ১ লক্ষ ৩৩ হাজার ডলারের বেশি আয় করে । পিক্সি কার্টিস, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী একজন তরুণ উদ্যোক্তা। সেইসঙ্গে পিক্সি'স ফিজেটস নামে তার খেলনা কোম্পানির সিইও। 

২০২১  সালে তার মা রক্সি জেসেনকোর সাথে কোম্পানিটি প্রতিষ্ঠা করে বিশাল লাভের মুখ দেখে পিক্সি । কার্টিস এখন নিজের স্কুলে ফোকাস করার জন্য তার ব্যবসা থেকে দূরে থাকতে চাইছে । 

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট মোতাবেক, জেসেনকো আসলে তার মেয়েকে ১২তম জন্মদিন-সেইসঙ্গে -অবসর পার্টির পরিকল্পনা করার ধারণা দিয়েছিলেন, তাকে জীবনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানিয়েছিলেন। পিক্সি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে তার জন্মদিনের পার্টির অতিথিদের স্কিন কেয়ারের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ৫০ ডলারের বেশি মূল্যের গ্লো লিপ ট্রিটমেন্ট সহ গুডি ব্যাগ উপহার দেয়া হয়েছে।

ব্যাগগুলি বিলাসবহুল অস্ট্রেলিয়ান বিউটি ব্র্যান্ড MCoBeauty দ্বারা স্পনসর করা হয়েছিল। বেশ কিছু অনুসারী কার্টিসের পোস্ট করা ভিডিওটির উত্তরও দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,  কার্টিস প্রায়শই ইনস্টাগ্রামে তার  জীবনধারা শেয়ার করে, যেখানে তার ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। কিছু ব্যবহারকারী কার্টিসের ব্যয়বহুল জীবনযাত্রা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। আইনত গাড়ি চালাতে না পারলেও ইতিমধ্যেই কার্টিস একটি মার্সিডিজ বেঞ্জের মালিক।

বিজ্ঞাপন
দামি গাড়িটি ১০তম জন্মদিনে তার মা তাকে উপহার দিয়েছিলেন ।

সূত্র : গালফ নিউজ

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status